এসআইআর শুনানি ঘিরে রাজ্যে বাড়ছে হয়রানির অভিযোগ, হাতকড়া পরা অভিযুক্ত, অসুস্থ বৃদ্ধা, মৃত ব্যক্তির কবরের মাটি—সব মিলিয়ে মানবিকতা ও সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন! চলছে এসআইআর শুনানি। চলছে হয়রানিও। শুনানি নিয়ে নানা জায়গায় নানা ধরনের ছবি। কোথাও হাতকড়া পরে হিয়ারিংয়ে। কোথাও বৃদ্ধাকে খাটিয়ায় চাপিয়ে শুনানিতে। কোথাও আবার কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে।



