North 24 Parganas News: আয়নার জাদুতে হারিয়ে যাওয়ার আনন্দ, বসিরহাটে নতুন বিনোদনের ঠিকানা। শহরের কোলাহল পেরিয়ে বিনোদনের খোঁজে এতদিন মানুষ ছুটতেন কলকাতার সায়েন্স সিটিতে। কিন্তু এবার আর দূরে যেতে হবে না। বসিরহাটেই মিলছে একেবারে ভিন্ন স্বাদের রোমাঞ্চ। বসিরহাটের ঘোষবাড়িতে শুরু হয়েছে ‘ভুলভুলাইয়া’ বা ‘আয়নার ভেলকি ঘর’-এর গোলকধাঁধা, যেখানে ঢুকলেই চোখ ধাঁধানো অভিজ্ঞতার অপেক্ষা।



