আবির খেলা বন্ধ! বিশ্বভারতীর পর সোনাঝুরিতেও হচ্ছে না 'বসন্তোৎসব'! কারণ জানলে 'খারাপ' লাগবে আপনারও
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
সোনাঝুরি হাটে বসন্ত উৎসব না হলেও খোলা থাকবে হাট,জানুন বিস্তারিত।
বীরভূম: বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কয়েকদিন আগেই বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে এ বছরও বসন্ত উৎসব পালিত হচ্ছে না বোলপুর শান্তিনিকেতনে। তবে বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন করা হত। তবে এই বছর তাতেও বাধা। এবার দোলের দিন সোনাঝুরি জঙ্গলে আবির খেলা নিষিদ্ধ করল বন দফতর। ১৪ মার্চ দোলের দিনের বদলে ১১ মার্চ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে বসন্তোৎসব হবে। এবার সেই পথে হেটে সোনাঝুরি হাটেও হচ্ছে না দোল উৎসব। ফলে কার্যত হতাশ পর্যটকেরা।
প্রসঙ্গত ২০১৯ সালে শেষ বার বিশ্বভারতীর আশ্রম মাঠে সর্বসাধারণকে নিয়ে ঐতিহ্যবাহী বসন্তোৎসব করেছিল কর্তৃপক্ষ। সেবার অত্যাধিক ভিড়ে নষ্ট হয়েছিল বিশ্বভারতীর বহু জিনিস। ক্যাম্পাস জুড়ে মিলেছিল বস্তা বস্তা প্ল্যাস্টিক। ঘটনার সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। এরপর ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয় উৎসব। ২০২১ সালে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেন। তার পরে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে।
advertisement
advertisement
এরপর ইউনেস্কোর ঠিক করে দেওয়া বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ স্থানে সাধারণ পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়।এবারও তার অন্যথা হচ্ছে না। ১৪ মার্চ দোলের দিন বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্তোৎসব করছে না।তার পরিবর্তে ১১ মার্চ যে বসন্তোৎসব করছে তাতেও বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না। প্রসঙ্গত গত বছর স্থানীয় নেতৃত্বদের তরফ থেকে গত বছর বসন্ত উৎসব পালন করা হয়েছিল সোনাঝুরির হাটে। কিন্তু সেখানে কয়েক লক্ষ পর্যটকদের সমাগমে যানজটের ফলে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বোলপুর শহর।বোলপুর সোনাঝুরির হাটে একের পর এক গাছ নষ্ট হয়ে গিয়েছিল।
advertisement
তাই বন সংরক্ষণ আইন অনুযায়ী এবার সোনাঝুরি জঙ্গলে বসন্তোৎসব নিষিদ্ধ ঘোষণা করা হল।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জঙ্গলে আবির খেলা যাবে না। গাড়ি পার্কিং করা যাবে না, কোনও রকম ভিডিয়োগ্রাফিও করা যাবে না।ওড়ানো যাবে না ড্রোনও। তবে সোনাঝুরির হাটে বসন্ত উৎসব না হলেও হাট খোলা থাকবে।পর্যটকেরা সেখানে এসে কেনাকাটা করতে পারবেন। তবে পর্যটকের আশাবাদী এ বছর বসন্ত উৎসব না হলেও আগামী বছর হয়তবসন্ত উৎসব পালন করা হবে বোলপুর শান্তিনিকেতন।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
March 10, 2025 5:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবির খেলা বন্ধ! বিশ্বভারতীর পর সোনাঝুরিতেও হচ্ছে না 'বসন্তোৎসব'! কারণ জানলে 'খারাপ' লাগবে আপনারও