ফুলশয্যার রাতে নববধূকে এ কী করলেন স্বামী? উঠতেই পারলেন না...তিনিও দিলেন পাল্টা! সকালে দরজা ভেঙে যা দেখা গেল
- Published by:Tias Banerjee
Last Updated:
Bride-Groom: প্রথমে কেউ কিছু ভাবেনি, কিন্তু যখন ডাকাডাকির পরও কোনও সাড়া পাওয়া গেল না, তখন উদ্বেগ ছড়িয়ে পড়ে চারদিকে। দরজা ভাঙতেই যা দেখা গেল, তাতে হতবাক হয়ে গেল সবাই!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, বরের হাতেই বধূর মৃত্যু হয়েছে। প্রথম রাতে বর নিজেই নববধূর গলা টিপে হত্যা করেন, এরপর কিছুক্ষণ পর তিনি নিজেও ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে তিনি কেন এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও রহস্য হয়ে রয়েছে পুলিশের কাছেও। এই ঘটনা সাহাদতগঞ্জ মুরাবন টোলা এলাকার। জানা গিয়েছে, রাত ১২টার পর বর নববধূকে হত্যা করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রদীপ নামে ওই যুবকের সঙ্গে ৭ মার্চ বিয়ে হয়েছিল শিবানির। শিবানি দিল্লির লোহার মাণ্ডিতে হাতগাড়ি চালক মন্তু রামের মেয়ে। তিনিও বাবার সঙ্গেই দিল্লিতে থাকতেন। শিবানি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। অন্যদিকে, প্রদীপের বাবা ভাগ্গন কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রদীপের দুই ভাই ও তিন বোন রয়েছে।