Nadia News: সাধ করে যে তাঁতের শাড়ি পরতেন, তা কি আর মিলবে না! তাঁতশিল্পের চরম দুর্দশায় বিশেষ পদক্ষেপ
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sanchari Kar
Last Updated:
Nadia News: আধুনিক যন্ত্র গ্রাস করেছে হস্তচালিত তাঁতকে। এবার তাঁত শিল্প এবং তাঁত শিল্পীদেরকে বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ শান্তিপুর শহরের অতি প্রাচীন ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাটের।
শান্তিপুর: দুর্দশায় শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত তাঁতের শাড়ি। বিলুপ্ত প্রায় হয়ে যেতে চলেছে হস্তচালিত তাঁত এবং তাঁতের শাড়ি। আধুনিক যন্ত্র গ্রাস করেছে হস্তচালিত তাঁতকে। এবার তাঁত শিল্প এবং তাঁত শিল্পীদেরকে বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ শান্তিপুর শহরের অতি প্রাচীন ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাটের।
হার্ট কর্তৃপক্ষের তরফে এবার তাঁত শিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ। যাঁরা হস্তচালিত তাঁত শিল্পী এবং শুধুমাত্র হস্তচালিত তাঁতের শাড়ি বিক্রি করেন, তাঁদের জন্য এবার বিনামূল্যে বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে অন্য কোনও কিংবা ভিন রাজ্যের শাড়ি নয়, শুধু শান্তিপুরের এবং বাংলার হস্ত চলিত তাঁতের শিল্পীদেরই দেওয়া হবে বিনামূল্যে এই চালা। তা সে যেখানকার শিল্পী হন না কেন।
advertisement
হাট কর্তৃপক্ষের মতে, প্রায় ৫০০টিরও বেশি চালা বর্তমানে তৈরি রয়েছে তাঁদের জন্য। মূলত তাঁত শিল্পীরা মহাজনের মাধ্যমে ব্যবসা করেন এবার তাঁদের নিজস্ব প্রোডাক্ট সরাসরি ক্রেতাদের হাতে তুলে দিতে এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন হাটের বর্তমান কর্ণধার বিভাস ঘোষ।
advertisement
তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয় খুব ভাল উদ্যোগ। অতীতে যেভাবে তাঁত শাড়ির সুনাম ছিল বিশ্ব দরবারে বর্তমানে তা দুর্দশায়! তবে হাট কর্তৃপক্ষ যে চিন্তাভাবনা নিয়েছে, সেই রকম সকলেই যদি একটু করে ভাবে তাহলে তাঁত শিল্পের জৌলুস পুরোপুরি ফিরে না এলেও জীর্ণতা কিছুটা কমবে বলে মনে করছেন তাঁরা।
advertisement
মৈণাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2025 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সাধ করে যে তাঁতের শাড়ি পরতেন, তা কি আর মিলবে না! তাঁতশিল্পের চরম দুর্দশায় বিশেষ পদক্ষেপ









