North 24 Parganas News: নতুন প্রজন্মের মানসিক বিকাশ ঘটাতে জোর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
রাজ্যে বর্তমান চলা পরিস্থিতিতে নতুন প্রজন্ম তথা ছাত্র সমাজের চারিত্রক গঠনে পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। নতুন প্রজন্মের মানসিক বিকাশে জোর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে।
উত্তর ২৪ পরগনা: রাজ্যে বর্তমান চলা পরিস্থিতিতে নতুন প্রজন্ম তথা ছাত্র সমাজের চারিত্রক গঠনে পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান আরজি কর কাণ্ডে যেভাবে নির্মম হত্যার ছবি উঠে এসেছে তা দেখে রীতিমতো শিহরিত গোটা সমাজ। বাবা মা পরিবার বন্ধু সকলের মুখে মুখে এ বিষয়ে চর্চা শুনলেও সঠিক দিশা বা এই সমস্যার সমাধানে নানা কৌতুহল তৈরি হয় ছাত্র-ছাত্রীদের মধ্যে, যার উত্তর মেলে না সব সময়। আর তাই পড়ুয়াদের এ হেন নানা খুঁটিনাটি প্রশ্নের জবাব দিতেই হাবরা শ্রীনগর এলাকার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম তথা বিবেকানন্দ যুব পাঠ্যচক্র পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নানা কৌতূহলের অবসান ঘটাতে এদিন এক প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করেছিল।
যেখানে রামকৃষ্ণ মিশনের স্বামী ইস্টব্রতানন্দজী মহারাজ সহ আশ্রম সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, শিক্ষক দেবাশীষ ঘোষ ও আশ্রমের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা দিলেন ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের উত্তর। আর এর মধ্যে দিয়েই কিছুটা হলেও বর্তমান সমাজে চলা ছাত্রছাত্রীদের নানা কৌতূহলের অবসান ঘটলো। যা আগামী দিনে তাদের মানসিক বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও মনে করলেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি পরীক্ষা, পড়াশোনা, টেনশন, নিজেকে কিভাবে শান্ত রাখা যায় সে বিষয়েও প্রশ্ন ছুড়ে দিলেন সামনের চেয়ারে বসে থাকা ছাত্রছাত্রীরা। তাদেরআরও পড়ুন: নানা প্রশ্নের উত্তর দিলেন মহারাজ।
advertisement
advertisement
শুধু ছাত্রছাত্রীরাই নন এদিন অনুষ্ঠানে নিজেদের মনে থাকা নানা প্রশ্নের জবাব পেলেন বড়রাও। প্রতি রবিবার করে এই আশ্রমেই পার্সোনালিটি ডেভলপমেন্ট এর মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের বিশেষ শিক্ষা দেওয়া হয় বলেও জানা গিয়েছে। এদিন এই আশ্রমে ছাত্রছাত্রীদের মেধার অন্বেষণের জন্য একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এমন অনুষ্ঠানে নিজেদের মনের কথা বলতে পেরে ও তার সমাধান পেয়ে খুশি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরাও। বহু ছাত্র-ছাত্রী হাতেও এদিন তুলে দেওয়া হয় নানা শিক্ষা সামগ্রী। হাবরার এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সমাজ সংস্কারের এমন প্রয়াসকে রীতিমতো সাধুবাদ জানাচ্ছে সমাজের বিভিন্ন মহল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 3:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: নতুন প্রজন্মের মানসিক বিকাশ ঘটাতে জোর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের