North 24 Parganas News: নতুন প্রজন্মের মানসিক বিকাশ ঘটাতে জোর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের

Last Updated:

রাজ্যে বর্তমান চলা পরিস্থিতিতে  নতুন প্রজন্ম তথা ছাত্র সমাজের চারিত্রক গঠনে পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। নতুন প্রজন্মের মানসিক বিকাশে জোর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে।

+
বিশেষ

বিশেষ ক্লাস

উত্তর ২৪ পরগনা: রাজ্যে বর্তমান চলা পরিস্থিতিতে  নতুন প্রজন্ম তথা ছাত্র সমাজের চারিত্রক গঠনে পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান আরজি কর কাণ্ডে যেভাবে নির্মম হত্যার ছবি উঠে এসেছে তা দেখে রীতিমতো শিহরিত গোটা সমাজ। বাবা মা পরিবার বন্ধু সকলের মুখে মুখে এ বিষয়ে চর্চা শুনলেও সঠিক দিশা বা এই সমস্যার সমাধানে নানা কৌতুহল তৈরি হয় ছাত্র-ছাত্রীদের মধ্যে, যার উত্তর মেলে না সব সময়। আর তাই পড়ুয়াদের এ হেন নানা খুঁটিনাটি প্রশ্নের জবাব দিতেই হাবরা শ্রীনগর এলাকার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম তথা বিবেকানন্দ যুব পাঠ্যচক্র পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নানা কৌতূহলের অবসান ঘটাতে এদিন এক প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করেছিল।
যেখানে রামকৃষ্ণ মিশনের স্বামী ইস্টব্রতানন্দজী মহারাজ সহ আশ্রম সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়, শিক্ষক দেবাশীষ ঘোষ ও আশ্রমের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা দিলেন ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের উত্তর। আর এর মধ্যে দিয়েই কিছুটা হলেও বর্তমান সমাজে চলা ছাত্রছাত্রীদের নানা কৌতূহলের অবসান ঘটলো। যা আগামী দিনে তাদের মানসিক বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও মনে করলেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি পরীক্ষা, পড়াশোনা, টেনশন, নিজেকে কিভাবে শান্ত রাখা যায় সে বিষয়েও প্রশ্ন ছুড়ে দিলেন সামনের চেয়ারে বসে থাকা ছাত্রছাত্রীরা। তাদেরআরও পড়ুন: নানা প্রশ্নের উত্তর দিলেন মহারাজ।
advertisement
advertisement
শুধু ছাত্রছাত্রীরাই নন এদিন অনুষ্ঠানে নিজেদের মনে থাকা নানা প্রশ্নের জবাব পেলেন বড়রাও। প্রতি রবিবার করে এই আশ্রমেই পার্সোনালিটি ডেভলপমেন্ট এর মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের বিশেষ শিক্ষা দেওয়া হয় বলেও জানা গিয়েছে। এদিন এই আশ্রমে ছাত্রছাত্রীদের মেধার অন্বেষণের জন্য একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এমন অনুষ্ঠানে নিজেদের মনের কথা বলতে পেরে ও তার সমাধান পেয়ে খুশি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরাও। বহু ছাত্র-ছাত্রী হাতেও এদিন তুলে দেওয়া হয় নানা শিক্ষা সামগ্রী। হাবরার এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সমাজ সংস্কারের এমন প্রয়াসকে রীতিমতো সাধুবাদ জানাচ্ছে সমাজের বিভিন্ন মহল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: নতুন প্রজন্মের মানসিক বিকাশ ঘটাতে জোর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement