Jhargram News : জঙ্গলমহলে প্রথম সোশ্যাল মিডিয়ার কর্মীদের জন্য চালু হল বিশেষ ড্রেস কোড
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
জঙ্গলমহলে প্রথম কোনও রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের জন্য চালু হল বিশেষ ড্রেস কোড।
ঝাড়গ্রাম : দুর্গাপুজোর প্রাক্কালে শুরু হয়ে গেল ২০২৬ বিধানসভা নির্বাচনের রূপরেখা। কিভাবে পুনরায় দলকে রাজ্যে আরও বিপুল সংখ্যক আসন জয়ের মাধ্যমে ক্ষমতায় রাখা যায় তা নিয়ে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ল কর্মীরা। দলের প্রচার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে এবং বিরোধীদের অপপ্রচারের যোগ্য জবাব দিতে একজোট দলের সোশ্যাল মিডিয়ার কর্মীরা। জঙ্গলমহলে এই প্রথম দলের প্রচারে আরো জোর দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া কর্মীদের জন্য বিশেষ পরিচিতির উদ্দেশ্যে চালু করা হল বিশেষ ড্রেস কোড।
বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের “খেলা হবে” টিমের জন্য বিশেষ ড্রেস কোডের উদ্বোধন করা হয়।বিশেষ ড্রেস কোডের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী। ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রায় ৬০ জন সক্রিয় কর্মীর হাতে বিশেষ ড্রেস কোড তুলে দেওয়া হয়। রাজনৈতিক দলের কর্মসূচির সময় তারা সেই ড্রেস পরেকাজ করবে। ফলে যেমন তাঁদের একটা মনোবল বৃদ্ধি পাবে এবং কাজ করতেও তারা বাড়তি অ্যাডভান্টেজ পাবে বলে দাবি রাজনৈতিক মহলের।
advertisement
আরও পড়ুন : সন্ধে হলেই ছমছমে পরিবেশ, শালের জঙ্গল মুখরিত ঝিঁঝিঁর ডাকে, পুজোয় একরাতের রোমাঞ্চকর অভিজ্ঞতা, রইল ঠিকানা
advertisement
ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী বলেন,”অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যারা সব সময় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় এবং নির্বাচন থেকে শুরু করে দলের সমস্ত প্রচার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যারা লড়াই করে তারা এবার থেকে কাজের ক্ষেত্রে বাড়তি অক্সিজেন পাবে বলে আমার মনে হয়”।
advertisement
২০১৪ এর লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের ক্ষমতার আসার পেছনে সোশ্যাল মিডিয়ার যথেষ্ট গুরুত্ব ছিল বলে মনে করেছিল রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে এখন থেকেই লড়াইয়ে নেমে পড়ল রাজ্যের শাসক দল।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 3:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : জঙ্গলমহলে প্রথম সোশ্যাল মিডিয়ার কর্মীদের জন্য চালু হল বিশেষ ড্রেস কোড