তৃণমূলের মঞ্চে ‘গায়ক’ বাবুল

Last Updated:

নতুন বছরে নতুন চমক ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে গান গাইলেন বিজেপি কেন্দ্রীয় নগরোন্নায়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

#আসানসোল:  নতুন বছরে নতুন চমক ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে গান গাইলেন বিজেপি কেন্দ্রীয় নগরোন্নায়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷
না ‘দিদি’-র আমন্ত্রণে এবার আর ‘ঝালমুড়ি’ খেতে নয়, একেবারে বিনা নিমন্ত্রণেই খোদ তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চে এসে পয়লা জানুয়ারি চমক দিলেন বাবুল সুপ্রিয় ৷ পদ্ম ফুল ছেড়ে ঘাস-ফুলের ঝোঁকে নয়, বিজেপি প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় নিতান্তই ভদ্রতার খাতিরে এদিন এসেছিলেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপনে ৷
শুক্রবার সকালে আসানসোলে জোরকদমে পালিত হচ্ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ৷ এমন সময়ে মঞ্চের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় নগরোন্নায়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ মঞ্চে ছিলেন আসানসোলের মেয়র ৷ তাঁকে দেখে শুভেচ্ছা জানাতে আচমকাই মঞ্চে উঠে পড়েন বাবুল ৷ শুভেচ্ছা বিনিময়ের পর মেয়র ‘গায়ক’ বাবুলকে মজা করে ‘তোমার হল শুরু আমার হল সারা’ গানটি গাইতে অনুরোধ করেন ৷ আবদার শুনে বাবুলও মজা করে বলেন- ‘দেখেছেন আমাকে কী গান গাইতে বলেছে!’ এরপর বাবুল অবশ্য মেয়রের আবদার মেটাতে গান গাইলেন ৷ তবে সেটা ছিল ‘আমার পুজার ফুল...৷’ এর আগেও বাবুলের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা এবং ‘ঝালমুড়ি’ প্রসঙ্গ নিয়ে যথেষ্ট অপ্রস্তুতে পড়েছিল রাজ্য বিজেপি ৷ বিতর্কও কম হয়নি ৷ দেখা যাক, এদিনের ঘটনা রাজ্য রাজনীতিতে কোন নতুন জল্পনার জন্ম দেয় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তৃণমূলের মঞ্চে ‘গায়ক’ বাবুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement