বড়জোড়া কলেজে বহিরাগতদের তাণ্ডব !

Last Updated:

বড়জোড়া কলেজে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একদল বহিরাগত যুবকের বিরুদ্ধে ৷

#বাঁকুড়া: বড়জোড়া কলেজে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একদল বহিরাগত যুবকের বিরুদ্ধে ৷ দুপুরে লাঠি নিয়ে প্রায় ৩০ -৩৫ জন যুবক কলেজে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় । ভাঙচুর করা হয় কলেজের অধ্যক্ষের অফিস ।
ব্যাপক মারধর করা হয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মীদের একাংশকে । বহিরাগতদের মারে গুরুতর জখম হয় তিন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী । প্রাথমিক ভাবে তাঁদের বড়জোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । এই হামলার পিছনে স্থানীয় একটি গোষ্ঠীর মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷
advertisement
কলেজের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল চলছিল । কলেজ কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় তার দায় নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে চাপান উতোর শুরু হয় ।
advertisement
এদিন দুপুরে ওই দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে তুমুল বচসা হয় । এর পরই এক গোষ্ঠীর তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা ফোন করে বহিরাগতদের কলেজে ডেকে নিয়ে আসে বলে অভিযোগ । বহিরাগতরা লাঠি নিয়ে কলেজে ঢুকেই তাণ্ডব শুরু করে ।
advertisement
সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে দিয়ে নির্বিচারে ভেঙ্গে ফেলা হয় কলেজের অধ্যক্ষের অফিসের আসবাব পত্র ও কম্পিউটার । ব্যাপক মারধর করা হয় তৃণমূল ছাত্র পরিষদের বিরোধী গোষ্ঠীর কর্মীদের । মারে গুরুতর জখম হয় কলেজের তৃতীয় বর্ষের তিন ছাত্র ৷  তিন জনকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বড়জোড়া কলেজে বহিরাগতদের তাণ্ডব !
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement