Titagarh murder: টিটাগড়ে কুপিয়ে খুনের ঘটনায় হাসপাতালে ভাঙচুর, কড়া পদক্ষেপ! খুনে অভিযুক্তদের তোলা হল আদালতে

Last Updated:

এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভর নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ তবে আরও দুই অভিযুক্ত পলাতক বলে খবর৷ জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর আকাশের সঙ্গে এই পবনের একটি গন্ডগোলের ঘটনা ঘটে৷ তার জেরে খড়দহ থানায় অভিযোগও দায়ের হয়৷

News18
News18
দক্ষিণবঙ্গ: টিটাগড়ে দোলের দিন কলেজ ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনার পরে এবার প্রশাসনের নজরে নিহতেরই আত্মীয় ও পরিজনেরা৷ অভিযোগ, আকাশ যাদবকে প্রথমে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় বলরাম বসু হাসপাতালে৷ সেখানে আকাশের চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না বলে কর্মরত চিকিৎসকের উপরে নাকি চ়ড়াও হয়েছিলেন আকাশের সঙ্গে আসা তাঁর আত্মীয় ও এলাকার বাসিন্দাদের একাংশ৷ সেই সময় সিকিওরিটি গার্ডের উপরেও তাঁরা চড়াও হন বলে অভিযোগ৷ ভাঙচুর চালানো হয় লিফট এবং হাসপাতালের অন্যত্রও৷ এই ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতেই খড়দহ থানায় অভিযোগ চালানো হয়েছে৷
টিটাগরে কুপিয়ে খুনের ঘটনায় শনিবার অভিযুক্ত রাজকুমার রাজভর ও তাঁর ছেলে পবন রাজভর দুজনকেই গ্রেফতার করে খড়দা থানা শনিবার ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হচ্ছে।
advertisement
দোলের দিন দুপুরে এক তরুণের খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায় টিটাগড়ে৷ সেই শাসকদল তৃণমূলের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রের খবর৷ জানা গিয়েছে, এদিন দুপুরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় ওই তৃতীয় বর্ষের কলেজ ছাত্রকে৷ ওই ছাত্র খড়দহ থানা এলাকার টিটাগড়ের এফজি রোডের বাসিন্দা ছিলেন৷ ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া৷ গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতাল এবং সেখান থেকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়৷
advertisement
এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভর নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ তবে আরও দুই অভিযুক্ত পলাতক বলে খবর৷ জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর আকাশের সঙ্গে এই পবনের একটি গন্ডগোলের ঘটনা ঘটে৷ তার জেরে খড়দহ থানায় অভিযোগও দায়ের হয়৷
advertisement
স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুর দু’টো নাগাদ ফের একবার জয়শ্রী কারখানার সামনে পবন এবং তার দলবলের সঙ্গে বচসা শুরু হয় আকাশের৷ দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়৷ এর পরই ছুরি দিয়ে আকাশকে কোপাতে শুরু করে অভিযুক্ত পবন এবং তার সঙ্গীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ অভিযুক্ত পবন রাজভরকেও গ্রেফতার করা হয়৷
advertisement
সুবীর দে,খরদহ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Titagarh murder: টিটাগড়ে কুপিয়ে খুনের ঘটনায় হাসপাতালে ভাঙচুর, কড়া পদক্ষেপ! খুনে অভিযুক্তদের তোলা হল আদালতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement