ভাবা যায়! বাংলাদেশে আত্মীয়, দেখা করতে মস্ত বড় ছক যুবকের, তারপর...

Last Updated:

আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়াই কাল হল পশ্চিমবঙ্গের এক বাসিন্দার। আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

বর্ডার টপকাতে গিয়ে গ্রেফতার যুবক
বর্ডার টপকাতে গিয়ে গ্রেফতার যুবক
স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়াই কাল হল পশ্চিমবঙ্গের এক বাসিন্দার। আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এত দূর পর্যন্ত পুরো বিষয়টি অনেকের কাছে অবাক লাগতে পারে। কারণ, আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়া ওই যুবককে কেন গ্রেফতার করা হবে? এর পিছনে অবশ্যই রয়েছে বড় রহস্য।
আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হওয়ার ওই যুবক হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার নাম সুজন মিস্ত্রি। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। লুঙ্গি, লাল জামা পরা ওই গ্রেফতার করার পর ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে।
advertisement
advertisement
আসলে সুজন মিস্ত্রি নামে যে যুবককে গ্রেফতার করা হয়েছে তার আত্মীয়রা রয়েছেন বাংলাদেশে। আর বাংলাদেশের ওই আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পার করার চেষ্টা করেন ওই যুবক। তখনই তাকে বিএসএফ জওয়ানরা আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানায় তুলে দেয়।
advertisement
জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে সুজন মিস্ত্রি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত তারালি এলাকায় সীমান্ত পার করার চেষ্টা করছিলেন। তখনই তাকে বিএসএফ হাতেনাতে ধরে ফেলেন। বিএসএফের হাতে ধরা পড়ার পর সুজন মিস্ত্রি জানিয়েছেন, আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ই তিনি ধরা পড়েছেন। যদিও সুজন মিস্ত্রির দাবি সঠিক নাকি তার অন্য কোন উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাবা যায়! বাংলাদেশে আত্মীয়, দেখা করতে মস্ত বড় ছক যুবকের, তারপর...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement