ভাবা যায়! বাংলাদেশে আত্মীয়, দেখা করতে মস্ত বড় ছক যুবকের, তারপর...
- Published by:Madhab Das
- local18
Last Updated:
আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়াই কাল হল পশ্চিমবঙ্গের এক বাসিন্দার। আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়াই কাল হল পশ্চিমবঙ্গের এক বাসিন্দার। আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এত দূর পর্যন্ত পুরো বিষয়টি অনেকের কাছে অবাক লাগতে পারে। কারণ, আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়া ওই যুবককে কেন গ্রেফতার করা হবে? এর পিছনে অবশ্যই রয়েছে বড় রহস্য।
আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হওয়ার ওই যুবক হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার নাম সুজন মিস্ত্রি। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। লুঙ্গি, লাল জামা পরা ওই গ্রেফতার করার পর ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে।
advertisement
advertisement
আসলে সুজন মিস্ত্রি নামে যে যুবককে গ্রেফতার করা হয়েছে তার আত্মীয়রা রয়েছেন বাংলাদেশে। আর বাংলাদেশের ওই আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পার করার চেষ্টা করেন ওই যুবক। তখনই তাকে বিএসএফ জওয়ানরা আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানায় তুলে দেয়।
advertisement
জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে সুজন মিস্ত্রি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত তারালি এলাকায় সীমান্ত পার করার চেষ্টা করছিলেন। তখনই তাকে বিএসএফ হাতেনাতে ধরে ফেলেন। বিএসএফের হাতে ধরা পড়ার পর সুজন মিস্ত্রি জানিয়েছেন, আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ই তিনি ধরা পড়েছেন। যদিও সুজন মিস্ত্রির দাবি সঠিক নাকি তার অন্য কোন উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 1:56 PM IST