গণেশ পুজোর সকালেই অঘটন! পুকুরে ভাসছে হাবরার ফল ব্যবসায়ীর দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
গণেশ পুজোর সকালেই ঘটে গেল বড় অঘটন। গণেশ পুজোর সকালেই হাবরার এক ফল ব্যবসায়ীর দেহ উদ্ধার হল বাগুইআটির পুকুর থেকে!
বাগুইআটি, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গণেশ পুজোর সকালেই ঘটে গেল বড় অঘটন। গণেশ পুজোর সকালেই হাবরার এক ফল ব্যবসায়ীর দেহ উদ্ধার হল বাগুইআটির পুকুর থেকে! বাগুইহাটির রঘুনাথপুর পুকুর থেকে ওই ফল বিক্রেতার দেহ উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। কীভাবে ঘটল এমন ঘটনা? ধোঁয়াশা এলাকায়।
জানা গিয়েছে, পূর্বতন রাজারহাট গোপালপুর পৌরসভার সামনে পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে প্রাতঃভ্রমণকারীরা, খবর দেওয়া হয় বাগুইআটি থানায়, পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠান হয় আর জি কর হাসপাতালে।
advertisement
advertisement
ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় যা জানতে পেরেছে, ওই ব্যক্তি পেশায় ফল বিক্রেতা, তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। তার নাম বিশ্বজিৎ সাহা। তার ভিআইপি রঘুনাথপুরে ফলের দোকান রয়েছে। ঘটনার আগের দিন থেকেই দোকানে তিনি যাননি বলেই জানান দোকানে থাকা কর্মচারী, তার ওই কর্মচারী দোকানদারি করেছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন সকালে দোকান থেকে আনুমানিক ৭০০ মিটার দূরে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। তবে বাঁ পায়ের কনিষ্ঠা আঙ্গুলে ক্ষত চিহ্ন রয়েছে, এমনটাই পুলিশ সূত্র মারফৎ খবর। প্রাতঃ ভ্রমণকারীরা হঠাৎই পাশের পুকুরে দেখতে পান একটি দেহ ভাসছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। কী কারণে এভাবে তার মৃত্যু হল, তা নিয়েই তৈরি হচ্ছে রহস্য। পায়ের আঙুলের ক্ষত চিহ্ন দেখে অনেকেই অনেক প্রশ্ন তুলছেন। যদিও পুলিশ এই ঘটনার তদন্ত করছে, তদন্তেই বেরিয়ে আসবে ব্যবসায়ীর মৃত্যুর রহস্য, বলেই মনে করছেন বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গণেশ পুজোর সকালেই অঘটন! পুকুরে ভাসছে হাবরার ফল ব্যবসায়ীর দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা