১৪ আন্তর্জাতিক, ২০ জাতীয়! রাই*ফেল শুটিংয়ে বাংলায় তৈরি আরেক 'অভিনব', পাশে মুখ্যমন্ত্রীও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
কাজাখস্তানে আয়োজিত হয়েছিল ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে চলতি মাসের ২১ তারিখ অংশগ্রহণ করে অভিনব সাউ। দুটো বিভাগে সোনা জয় করে।
আসানসোল, রিন্টু পাঁজা: অভিনব বিন্দ্রা নামটা মনে আছে? মনে রাখারই কথা। আজ থেকে প্রায় ১৭ বছর আগে ভারতীয় রাইফেল শ্যুটার ২০০৮ সালে চিনের বেইজিংয়ে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতার তিনি বিজয়ী হয়েছিলেন। কিন্তু সেই সালেই আরও এক অভিনব’র আত্মপ্রকাশ ঘটে। আসানসোলেই জন্ম হয় আর এক অভিনবের। বাবা মায়ের এক মাত্র সন্তান, তাই অভিনব বিন্দ্রার নাম ধরেই শখ করে নাম রাখে অভিনব। তবে এই নতুন অভিনবের অভিনবত্বর কারণ জানলে অবাক করবে আপনাকে।
কাজাখস্তানে আয়োজিত হয়েছিল ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে চলতি মাসের ২১ তারিখ অংশগ্রহণ করে অভিনব সাউ। দুটো বিভাগে সোনা জয় করে। প্রথমটি ব্যক্তিগত বিভাগে ১০ মিটার জুনিয়ার এয়ার রাইফেল এবং দ্বিতীয়টি ১০ মিটার এয়ার রাইফেল দলীয় বিভাগে। অভিনব বাবা রুপেশ সাউ বলেন, “নিজেকে খুব ভাল লাগছে, গর্ব অনুভব হচ্ছে। ২০১৮ সালের ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়ন হয় কেরালাতে সেখানে গোল্ড মেডেল পায় তখন থেকেই অভিনবর পথ চলা শুরু। ২০১৯ সালে খেলো ইন্ডিয়া পুনেতে আয়োজিত হয়েছিল সেখানেও গোল্ড মেডেল পেয়েছিল। এই নিয়ে ১৪ টি আন্তর্জাতিক পদক পেল এবং জাতীয় পদক ২০টির বেশি রয়েছে তার ঝুলিতে।”
advertisement
আরও পড়ুন: রেলে হকারি করে বড় করেছেন মেয়েকে, মান রাখছেন মেয়েও! আসানসোলের ইউতির লড়াই অনুপ্রেরণা জোগাবে আপনাকেও
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার অন্তর্গত আড্ডা কলোনির ছেলে অভিনব সাউ। বাবা পেশায় গৃহ শিক্ষকতা করেন এবং রাইফেল শুটিং শেখান। বাবার দেখান পথে হেঁটেই আজ সাফল্য অর্জন করেছে অভিনব। তার এই সাফল্যে গর্বে বুক বাঁধছে পরিবার। তার এই জয়ের কথা জানতে পেরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে অভিনবকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে অভিনবের পথ চলাটা এতটা সহজ ছিল না, কঠোর পরিশ্রমই তাকে এনে দিয়েছে এই সাফল্য। সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আসানসোল রাইফেল ক্লাবে বাবার সঙ্গে রাইফেল শুটিং শিখত। পাশাপাশি বাড়ি এসে মনোরঞ্জনের জন্য ফুটবল খেলত এবং সুইমিং করত, পাশাপাশি দাবা খেলতেও ভালবাসে অভিনব। বর্তমানে গুরু নানক ইউনিভার্সিটি থেকে ফিজিক্যাল এডুকেশন বিষয় নিয়ে পড়াশোনার জন্য প্রস্তুতি শুরু করেছে। আগামীতে তার অলিম্পিকে যাওয়ার ইচ্ছা রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 11:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৪ আন্তর্জাতিক, ২০ জাতীয়! রাই*ফেল শুটিংয়ে বাংলায় তৈরি আরেক 'অভিনব', পাশে মুখ্যমন্ত্রীও