রেলে হকারি করে বড় করেছেন মেয়েকে, মান রাখছে মেয়েও! আসানসোলের ইউতির লড়াই অনুপ্রেরণা জোগাবে আপনাকেও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
বাবা-মা দুজনেই অসুস্থ, সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে মেয়েটি, একে একে আসছে সাফল্য জানলে কুর্নিশ জানাবেন আপনিও।
advertisement
ক্লাস ফাইভ থেকে যোগ প্রশিক্ষণ নিতে শুরু করে ইউতি। রাত দিন কঠোর পরিশ্রম করে প্র্যাকটিস করে চলেছে যোগ ব্যায়াম। বর্তমানে নিজে প্র্যাকটিসের পাশাপাশি এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের এই যোগ প্রশিক্ষণ দিয়ে থাকেন। এরপরে একে একে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুরু করে ইউতি তারপরে আসে ধীরে ধীরে সাফল্য।
(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
ইউতি বর্তমানে পাঞ্জাব লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছে। সেই ইউনিভার্সিটি ছাত্রী হিসাবে পাঞ্জাবের পাতিয়ালা শহরে সিটি লীগ নামে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। খেলাটি অনুষ্ঠিত হয় ২৩ এবং ২৪ তারিখ। খেলায় ৩০ জন মেয়ে অংশগ্রহণ করেছিল। সবাইকে হারিয়ে এ্যাস্তেটিক যোগ ব্যায়ামে প্রথম হয়ে গোল্ড মেডেল পেয়েছে ইউতি।
(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
advertisement
ইউতি চ্যাটার্জীর বাড়ি আসানসোল মহকুমার অন্তর্গত ইসমাইল এলাকায়। বাবা পূর্বে পেশায় ছিলেন একজন রেলের হকার। মা সাথী চ্যাটার্জী গৃহবধূ। বর্তমানে বাবা ও মা দুজনেই শারীরিকভাবে অসুস্থ। তাই বাবা কোনও কাজ করতে পারেন না। সংসারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ইউতি। যোগা প্রশিক্ষণ করিয়ে যা উপার্জন হয় তা দিয়ে চলে সংসার। তার এই সংগ্রামকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। ইউতি মা সাথী চ্যাটার্জী বলেন, “মেয়ের এই সাফল্যে আমরা অনেক খুশি। এভাবেই আস্তে আস্তে মেয়ে এগিয়ে যাক”।
(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
ছোটতে যোগ প্রশিক্ষণ নেওয়ার জন্য তার মা সাথী চ্যাটার্জী যোগ ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছিল। এক রকম ছোট থেকেই যোগ ব্যায়ামের তালিম নিতে শুরু করে ইউতি। তারপরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু। মিলেছে একাধিক পদক। বাড়িতে সারি সারি দিয়ে সাজানো আছে সেই অর্জন করা পুরস্কারগুলি। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)