বড় দুর্নীতি ধরতে গিয়ে আক্রান্ত ইবি, দক্ষিণ ২৪ পরগনায় মারাত্মক হামলার শিকার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: দেবব্রতর বাড়ি এবং তার আত্মীয়দের বাড়ি থেকে প্রায় দেড়শো মতো জাল দলিল উদ্ধার করে তদন্তকারীরা।
#জীবনতলা: ঘটনার তদন্তে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ৬ পুলিশ কর্মী। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত গৌড়দহ এলাকার ঘটনা। জাল দলিল তৈরি করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার ঘটনার তদন্তে নেমে গৌড়দহে গিয়েছিল এই পুলিশকর্মীরা।
ঘটনায় কয়েকদিন আগেই দেবব্রত মণ্ডল নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দেবব্রতর বাড়ি এবং তার আত্মীয়দের বাড়ি থেকে প্রায় দেড়শো মতো জাল দলিল উদ্ধার করে তদন্তকারীরা। এরপরই স্থানীয় মানুষজন পুলিশ কর্মীদের উপর চড়াও হয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি।
advertisement
advertisement
বর্তমানে ঘুটিয়ারি শরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন তারা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। ঘটনাস্থলে জীবনতলা থানার পুলিশ। গোটা এলাকায় থমথমে পরিবেশ।
তবে, ওই দুর্নীতির মূল অভিযুক্ত দেবব্রত মণ্ডলকে একটা সময় ছিনিয়ে নিয়ে গেলেও পুলিশের চেষ্টায় তাকে উদ্ধার করে রাতেই নিয়ে আসা হয় কলকাতায়। ফের প্রয়োজনে ওই এলাকায় অভিযানে যাবেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 11:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বড় দুর্নীতি ধরতে গিয়ে আক্রান্ত ইবি, দক্ষিণ ২৪ পরগনায় মারাত্মক হামলার শিকার