ছুরির আঘাতে যুবকের মৃ*ত্যু! পাল্টা বাইকবাহিনীর তাণ্ডব অভিযুক্তদের বাড়িতে, আতঙ্ক আর আতঙ্ক সোনারপুরে
- Published by:Madhab Das
- local18
Last Updated:
সোমবার সন্ধ্যার পর রাকেশ ও অরূপের বাড়িতে বাইক নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল নিহত যুবক শুভঙ্কর মন্ডলের পাড়ার লোকজনের বিরুদ্ধে।
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: বারুইপুরের মদারাট পঞ্চায়েতের টগরবেরিয়ায় ছুরিকাহত হয়ে সোনারপুরের যুবক শুভঙ্কর মন্ডলের খুনের ঘটনায় ফের উত্তপ্ত হল টগরবেড়িয়া গ্রাম। এই খুনের ঘটনায় জগবন্ধু মন্ডল নামে একজন গ্রেফতার করা হয়েছে। আরও দুই অভিযুক্ত অরূপ পাটালি ও রাকেশ মন্ডল ওরফে ভুতো পলাতক।
সোমবার সন্ধ্যার পর রাকেশ ও অরূপের বাড়িতে বাইক নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল নিহত যুবক শুভঙ্কর মন্ডলের পাড়ার লোকজনের বিরুদ্ধে। এমনকী, টগরবেরিয়ার এক ছেলেকে তুলে নিয়ে যাওযার অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, শুভঙ্করের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মুড়োগাছা এলাকায়। ভাঙচুরের ঘটনার পরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার মহিলারা ছেলেমেয়েদের পড়তে নিয়ে যেতে ভয় পাচ্ছেন। তাঁরা অবিলম্বে এলাকায় পুলিশ টহল ও ক্যাম্পের দাবি করছেন। এদিন, গ্রামবাসীদের অভিযোগ, ২০-২২ জন বাইক করে গ্রামে আসে। তারপরই অভিযুক্ত রাকেশ ও অরূপের বাড়ি নির্বিচারে ভাঙচুর চালায়। ঘরের টিভি বাইরে নিয়ে এসে ভেঙে ফেলা হয়। জানালা দরজা ভাঙা হয়। চেয়ার টেবিল সহ আলমারি সব ভেঙে ফেলা হয়। ঘরে বস্তা চাল ফেলে দেওয়া হয়। এই ভাঙচুরের সময় গ্রামবাসীরা কেউ ভয়ে ধারে কাছে ঘেঁষতে পারেনি। পরে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
advertisement
আরও পড়ুন: ভৌতিক সব গল্পের মাঝেই ‘কুখ্যাত’ ডাউহিলে রহস্যময় ঘটনা! শুনেই গায়ের রোম খাড়া পর্যটকদের, কী ঘটল জানুন
ঘটনার পরিপ্রেক্ষিতে বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এমন ঘটনার পিছনে কি কি কারণ থাকতে পারে। তবে ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দানা বাঁধতে শুরু করে। এলাকার বাসিন্দারা পরিস্থিতিতে পুলিশি সহায়তা ছাড়া কিছু খুঁজে পাচ্ছেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 11:22 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছুরির আঘাতে যুবকের মৃ*ত্যু! পাল্টা বাইকবাহিনীর তাণ্ডব অভিযুক্তদের বাড়িতে, আতঙ্ক আর আতঙ্ক সোনারপুরে