ভৌতিক সব গল্পের মাঝেই 'কুখ্যাত' ডাউহিলে রহস্যময় ঘটনা! শুনেই গায়ের রোম খাড়া পর্যটকদের, কী ঘটল জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
আলো-আঁধারের খেলা, নিস্তব্ধতা আর ভৌতিক কাহিনির জন্য কুখ্যাত ডাউহিল আবারও শিরোনামে। সোমবার ভোরে কার্শিয়াংয়ের ডাউহিল রোডে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক বাঙালি পর্যটকের দেহ।
কার্শিয়াং, ঋত্বিক ভট্টাচার্য: আলো-আঁধারের খেলা, নিস্তব্ধতা আর ভৌতিক কাহিনির জন্য কুখ্যাত ডাউহিল আবারও শিরোনামে। সোমবার ভোরে কার্শিয়াংয়ের ডাউহিল রোডে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক বাঙালি পর্যটকের দেহ। হাওড়া থেকে ঘুরতে আসা ওই যুবকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রহস্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার হাওড়া থেকে ছ’জন পর্যটক ডাউহিলের এক হোমস্টেতে উঠেছিলেন। তাঁদের মধ্যে চার জন মহিলা এবং দু’জন পুরুষ ছিলেন, সকলেই কলেজের বন্ধু। সোমবার সকালে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু ভোর পাঁচটা নাগাদ স্থানীয়রা ভারী কিছু পড়ার শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এক যুবককে, রক্তাক্ত অবস্থায়। দ্রুত তাঁকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার প্ল্যান! আপনার জন্য অপেক্ষা করছে দুর্দান্ত জিনিস, কী জানুন
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হোমস্টের উপরের তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্য এর পেছনে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডাউহিল বহুদিন ধরেই রহস্যময় জায়গা হিসেবে পরিচিত। দিনের আলোতেও এখানকার রাস্তায় অদ্ভুত স্নিগ্ধতা, আর সন্ধ্যা নামলেই ছড়িয়ে পড়ে গা ছমছমে পরিবেশ। নানা ভৌতিক গল্প প্রচলিত থাকলেও, এবার বাস্তবের এক মৃত্যুই আতঙ্ক ছড়াল পর্যটক ও স্থানীয়দের মধ্যে। কার্শিয়াং থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের সঙ্গী পর্যটক দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও, অন্য কোনও সূত্র রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ডাউহিলে অনেক গল্প প্রচলিত আছে। এবার সত্যিই এমন ঘটনা ঘটে গেল, যা শুনে আতঙ্ক বেড়ে গেছে।” রহস্যমৃত্যুর তদন্তে এখন নজর কার্শিয়াং থানার পুলিশের দিকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 18, 2025 8:08 PM IST










