বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার প্ল্যান! আপনার জন্য অপেক্ষা করছে দুর্দান্ত জিনিস, কী জানুন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
বোলপুর এলে ঘুরে আসুন এই জায়গা থেকে কিনে নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য নিজের পছন্দের জিনিসপত্র। এবার দুর্দান্ত সুযোগ পর্যটকদের জন্য
সময়টা নেহাত কম না। দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে কয়েক সপ্তাহ আগে বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বোলপুর শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ। এ বার পর্যটকদের জন্য বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের তৈরি সামগ্রীর বিপণনের ব্যবস্থা করলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রসঙ্গত ৩ অগাস্ট থেকে শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে হেরিটেজ ওয়াক। মাসের প্রত্যেকটি রবিবার ২৫ জনের চারটি দল আশ্রম ঘুরতে পারছেন। নিয়ম মেনে চলছে সেই ওয়াক।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
করোনার সময় থেকে পর্যটকদের বিশ্বভারতী ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। করোনা কেটে গেলেও সে নিষেধাজ্ঞা ওঠেনি। বিভিন্ন কারণ দেখিয়ে তৎকালীন উপাচার্য সমস্ত কিছু বন্ধ রেখেছিলেন। যা নিয়ে নানা মহলে ক্ষোভও তৈরি হয়। এর মধ্যে ২০২৩ সালের সেপ্টেম্বরে শান্তিনিকেতন আশ্রমের একাংশকে ওয়ার্ল্ড হেরিটেজ ক্ষেত্রের স্বীকৃতি দেয় ইউনেস্কো। কিন্তু এর পরেও পর্যটকদের জন্য আশ্রম এলাকা উন্মুক্ত করা হয়নি।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এর পরেই কয়েকমাস আগেই বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত হন প্রবীরকুমার ঘোষ। এর পরেই তিনি আশ্রম এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানান। সেই মতো বিশ্বভারতী হেরিটেজ ওয়াকের পরিকল্পনা করে। উপাচার্য-সহ বিশ্বভারতী কর্তৃপক্ষ মহড়া খতিয়ে দেখার পরে ৩ অগাস্ট হেরিটেজ ওয়াকের মধ্য দিয়ে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় আশ্রম এলাকা। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বার পর্যটকেরা হেরিটেজ ওয়াকের পাশাপাশি যাতে বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের তৈরি নানা সামগ্রী সংগ্রহ করতে পারবেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকেরা জানাচ্ছেন, তাঁরা আগে অনেক বার শান্তিনিকেতনে এসেছেন। বিশ্বভারতীতে জিনিস বলে যা মেলে তা আসলে বিশ্বভারতীর নয়। গ্রাম্য এলাকার বিভিন্ন শিল্পীরা বানিয়ে সেগুলি বিক্রি করে থাকেন। কিন্তু এ বার থেকে বিশ্বভারতী নিজস্ব তৈরি জিনিসপত্র সরাসরি কিনতে পারবেন বলে খুশি তাঁরা। তাই এবার আপনি বোলপুর শান্তিনিকেতন এলে অবশ্যই এইখান থেকে ঘুরে আসুন ও নিজের পছন্দ মত জিনিস কিনে বাড়ি ফিরুন।ছবি ও তথ্য: সৌভিক রায়