South 24 Parganas News: স্ত্রীর গায়ে আগুন, জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়লেন স্বামী! গ্যাস পাইপ লিক করে বিপত্তি, চিকিৎসাধীন দম্পতি
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
South 24 Parganas News: রান্না করার সময় গ্যাস পাইপ লিক করে আগুন। অগ্নিদগ্ধ স্ত্রীকে বাঁচাতে গিয়ে পুড়ে গেলেন স্বামীও।
অনুপ বিশ্বাস, বাসন্তী, দক্ষিণ ২৪ পরগণা: রান্না করার সময় গ্যাস পাইপ লিক করে আগুন ধরে গুরুতর আহত ২জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার চুনাখালী গ্রাম পঞ্চায়েতের উত্তর চুনাখালী গ্রামে। রান্না করার সময় অগ্নিদগ্ধ দম্পতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে উত্তর চুনাখালী গ্রামে রান্না করছিলেন মধুমিতা মন্ডল নামের মহিলা।
কিন্তু বাড়িতে রান্না করার সময় আচমকা গ্যাস পাইপ লিক করে আগুন ধরে যায়। স্ত্রীর গায়ে আগুন লেগে যাওয়া দেখতে পেয়ে ছুটে আসেন ওই মহিলার স্বামী। রামপ্রসাদ মন্ডল নামের ওই ব্যক্তি স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেও অগ্নিদগ্ধ হন। আগুন লেগে যাওয়ার ফলে দুজনের চিৎকার করছিলেন সাহায্যের জন্য।
আরও পড়ুন : চোখের পলকে রাস্তায় মিলিয়ে যাচ্ছে যুবক! কাঁধে জাতীয় পতাকা, স্কেটিং করে ভারত চষে ফেলার টার্গেট
আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এরপর তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে দুজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। অগ্নিদগ্ধ দম্পতির দিকে নজর রয়েছে চিকিৎসকদের। পাশাপাশি এই ঘটনায় উদ্বেগে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন : স্কুল পড়ুয়াদের ‘মাস্টারমুভ’, নিখুঁত চাল দেখে থ আয়োজকরা! আদ্রায় দাবার আসরে কিস্তিমাত খুদে প্রতিযোগীদের
এই ঘটনা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়। রান্না করতে যেভাবে বিপদ হয়েছে, তাতে অনেকে আতঙ্কিত। পাশাপাশি, স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী যেভাবে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, তা দেখে স্থানীয় সব মানুষ বাহবা দিচ্ছেন। সকলেই চাইছেন ওই দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 01, 2025 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: স্ত্রীর গায়ে আগুন, জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়লেন স্বামী! গ্যাস পাইপ লিক করে বিপত্তি, চিকিৎসাধীন দম্পতি

