দার্জিলিং, সিটং যেতে হবে না...! সমতলের মাটিতেই কাঁপাচ্ছে ঘরের কাছের 'কমলালেবু' বাগান, দলে দলে টিকিট কাটছেন মানুষ!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Orange: গাদা গাদা টাকা খরচ করে আর দার্জিলিং বা সিটং যেতে হবে না। সমতলেই এখন গাছভর্তি কমলালেবুর দর্শন। অশোকনগরের সুধীর নার্সারির আট বিঘা জমিতে ফুটে উঠেছে এমনই এক কমলালেবুর বাগান, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়।
advertisement
advertisement
advertisement
বাগানে ঢুকতেই নাকে আসে কমলালেবুর সেই মিষ্টি সুবাস। কমলালেবুর পাশাপাশি বাগানে রয়েছে সবেদা, মিষ্টি বড় মোসাম্বি (যা খোসাসহ খাওয়া যায়), কাঁটা-ছাড়া বেল, মিষ্টি তেঁতুল, ‘ঘট বাতাবি’, সুইট লেমন, ইউনিক জাতের পেয়ারা ও বাহারি আম গাছ। রয়েছে ক্যানসার বিরোধী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এমন কোরোসল গাছ, এমনকি রয়েছে বৃহৎ আকৃতির জাম্বুরা গাছ। যার এক একটি ফল প্রায় এক কেজি ওজনের হয় বলেও জানান বাগান মালিক।
advertisement
advertisement
কিন্তু কী ভাবে সমতল মাটিতে এভাবে কমলালেবু ফলাচ্ছেন! তার কথায়, সেপ্টেম্বর মাসে গাছের গোড়ায় খুঁড়ে ভার্মিকম্পোস্ট, তার উপর ভাত এবং আবার ভার্মিকম্পোস্ট দিয়ে ঢেকে দিতে হবে। ফুল আসার পরে ও লেবুর কুসি ধরলে আবার একই নিয়মে দিতে হবে। ফলে ভাত আর ভার্মিকম্পোস্টের যাদু খুব দ্রুতই বোঝা যাবে গাছে, বলছেন নারায়ণবাবু।
advertisement
advertisement
advertisement
