Leopard Cat Cubs: বিড়ালের মতো দেখতে হলেও বিড়াল নয়! উত্তরবঙ্গে দেখা মিলল বিরলতম প্রাণীর ৪ শাবকের, দেখতে ভিড় উৎসাহী জনতার
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar Leopard Cat Cubs: ঝোপঝাড় থেকে উঁকি দিচ্ছে চারটি বিরলতম প্রাণীর শাবকের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার জেলার ডিমা চা বাগান লাগোয়া এলাকায়। দেখতে ভিড় জমায় উৎসাহী জনতা।
advertisement
advertisement
advertisement
এর মাঝারি লম্বা এবং গোলাকার কানের পিছনের অংশ কালো এবং মাঝখানে সাদা দাগ রয়েছে। শরীর এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিভিন্ন আকার এবং রঙের কালো দাগ দ্বারা চিহ্নিত। এর পিছনে দুই থেকে চার সারি লম্বা দাগ রয়েছে। লেজটি তার মাথা-দেহের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক আকারের এবং কালো ডগার কাছে কয়েকটি অস্পষ্ট বলয় দিয়ে চিহ্নিত।
advertisement
