Agriculture News: নয়া পদ্ধতিতে বীজ সংরক্ষণ, চকচকে হবে কৃষকদের কপাল! ফিরছে বাংলার হারানো ধান, দিশা দেখাচ্ছে সুন্দরবন

Last Updated:

South 24 Parganas Agriculture News: জলবায়ু পরিবর্তনে টিকে থাকতে এবার বীজ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়।

+
বীজ

বীজ ধান

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: জলবায়ু পরিবর্তনে টিকে থাকতে এবার বীজ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। যে সমস্ত কৃষি মেলা হচ্ছে, সেখানে বোঝানো হচ্ছে বীজ সংরক্ষণের গুরুত্ব। কালের নিয়মে এ বাংলা থেকে হারিয়ে গিয়েছে বহু প্রজাতির ধান। বহু বছর আগে হারিয়ে যাওয়া ধানের বীজ সংগ্রহ করে ফের ফসল ফলানোর চিন্তাভাবনা নেওয়া হয়েছে। কালোমোটা, সাদামোটা, কুমারগড়, গোপালভোগ, নিকো, হোগলার মতো বাংলার চিরাচরিত ধানের বীজ সংরক্ষণে এবার দেওয়া হচ্ছে বার্তা।
জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তার ফলেও অনেক প্রজাতি নষ্ট হচ্ছে। শুধু এপার বাংলায় নয়, ওপার বাংলাতেও তার প্রভাব পড়ছে। বাঙালির প্রধান খাদ্য ভাত। এইরকম চলতে থাকলে ভাত মিলবে কিনা উঠেছে প্রশ্ন। কিন্তু, ঘটনা হল, কনকচূড়, কালাভাত, চামড়মণির মতো অনেক প্রকারের ধান হারিয়েও গিয়েছে। দীর্ঘদিনের চেষ্টায় বীজ সংগ্রহ করে সুন্দরবনে এমনই হারিয়ে যাওয়া ধানের চাষ শুরু করেছেন চাষিরা।
advertisement
advertisement
মাটির হাঁড়ি, কলসিতে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে বীজ। সুন্দরবনের বিভিন্ন জায়গায় এই সংরক্ষণ করা হবে। জয়নগরের মোয়া তৈরির উপকরণ হিসেবে বিখ্যাত ছিল কনকচূড় ধান। কালাভাত ধান ক্যানসার প্রতিরোধক। বিদেশে এই প্রকারের চালের যথেষ্ট চাহিদা আছে। কিন্ত, এ রাজ্যে এখন আর সেভাবে চাষ হয় না। এরকমই নানা প্রকারের ধানের চাষ হচ্ছে সুন্দরবনে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একসময়ে সুন্দরবনে বিভিন্ন প্রকারের দেশি ধানের চাষ হত। সাগরের নোনাজলেও সেইসব ধানের কোনও ক্ষতি হত না। উঁচু-নিচু যেকোনও জমিতে চাষও করা যেত। কিন্তু, পরবর্তীকালে বেশি লাভের আশায় উচ্চফলনশীল হাইব্রিডের ধান চাষের রেওয়াজ চালু হয়। কিন্তু, চাষের মাত্রারিক্ত খরচ ও প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামনে সেভাবে লাভের মুখে দেখতে পাচ্ছেন না চাষিরা। সেজন্য বাংলার চিরাচরিত ধান চাষের দিকে ঝুঁকতে পরামর্শ দেওয়া হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: নয়া পদ্ধতিতে বীজ সংরক্ষণ, চকচকে হবে কৃষকদের কপাল! ফিরছে বাংলার হারানো ধান, দিশা দেখাচ্ছে সুন্দরবন
Next Article
advertisement
Purba Bardhaman News: মাঝরাতে দরজা খুলে দিল আয়া, ঘরে ঢুকে বৃদ্ধাকে খুনের চেষ্টা! ভাতারে হাড় হিম করা ঘটনা
মাঝরাতে দরজা খুলে দিল আয়া, ঘরে ঢুকে বৃদ্ধাকে খুনের চেষ্টা! ভাতারে হাড় হিম করা ঘটনা
  • বাইরে থেকে লোক আনিয়ে বৃদ্ধাকে মারধর করল আয়া! মঙ্গলবার ভোর রাতে পূর্ব বর্ধমানের গলসি থানার তারানগর গ্রামে এই ঘটনা ঘটেছে। জখম বৃদ্ধার নাম মনোয়ারা বেগম (৭০)। এই ঘটনায় অভিযুক্ত আয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

VIEW MORE
advertisement
advertisement