South24parganas News: তিন তিনটি ট্রাক বোঝাই কী ওগুলো? কোটি টাকার চোরাকারবারের পর্দাফাঁস পুলিশের...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
আন্তর্জাতিক চোরাকারবারীদের একটি চক্রকে ধরে ফেলল সুন্দরবন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের কাশিনগরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর থেকে তিনটি ট্রাক ভর্তি কয়েক টন সুপারি পাচার হওয়ার আগে হারুউড পয়েন্টে উপকূল থানার পুলিশ পাকড়াও করে।
কাকদ্বীপ: আন্তর্জাতিক চোরাকারবারীদের একটি চক্রকে ধরে ফেলল সুন্দরবন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের কাশিনগরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর থেকে তিনটি ট্রাক ভর্তি কয়েক টন সুপারি পাচার হওয়ার আগে হারুউড পয়েন্টে উপকূল থানার পুলিশ পাকড়াও করে।
তিনটি ট্রাক ভর্তি সুপারি আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া সুপারির মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি বলে পুলিশের অনুমান। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই সুপারি কোথা থেকে আসছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে আটকদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, রাতের অন্ধকারে সুন্দরবনের জলপথ দিয়ে নজরদারি এড়িয়ে মায়ানমার ও বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ছিল টন টন সুপারি। গোপন সূত্রে এমন খবর পেয়ে নড়ে চড়ে বসে সুন্দরবন পুলিশ জেলার অধিকারিকেরা। সতর্ক করা হয়েছিল সমস্ত উপকূল থানাগুলোকে। সেই মত সুন্দরবনের উপকূল এলাকার বিভিন্ন পয়েন্টে কড়া নজরদারি চালাচ্ছিল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 12:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South24parganas News: তিন তিনটি ট্রাক বোঝাই কী ওগুলো? কোটি টাকার চোরাকারবারের পর্দাফাঁস পুলিশের...