সোনারপুরে কি সত্যিই মিলবে 'কালো সোনা'? তৈরি হবে খনি? তেল কাণ্ডে বড় পদক্ষেপ ONGC-র
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
Sonarpur Oil: গড়িয়ায় ফরতাবাদের বাড়ি থেকে তেলের নমুনা সংগ্রহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিকাল ডিপার্টমেন্টের ONGC সদস্যের। নমুনা পরীক্ষার পর জানা যাবে আসল কারণ।
দক্ষিণ ২৪ পরগণা: বাড়ির একাংশ থেকে তেল বেরোনো নিয়ে হইচই রাজপুর সোনারপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। এমন ঘটনায় এক বছর ধরে। রাজপুর সোনারপুর পৌরসভার নরেন্দ্রপুর থানা এলাকায় ১২৩ ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে এই ঘটনাটি হইচই হতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্টে সদস্যেরা আসেন।
তাঁরা নমুনা সংগ্রহ করে জানিয়েছেন খনিজ কোনও পদার্থ নয়। যদিও সদ্য ওই বাড়িতে নমুনা সংগ্রহ করেছেন ONGC, কয়েকজন আধিকারিক নমুনা ল্যাবে টেস্ট করার পরেই জানা যাবে আসল কারণ।
advertisement
রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। তারা প্রায় ৫০ বছরের বেশী সময় ধরে এই বাড়িতে বসবাস করছেন। বছরখানেক আগে তারা খেয়াল করেন বাড়ির একাংশ থেকে তেল বের হচ্ছে। বিষয়টি তারা জানান পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায়।
advertisement
আরও পড়ুন- ঘিলুতে ঘা! মাথায় কৃমি উঠে যন্ত্রণা, বমি…! কোন ৬ সবজিতে লুকিয়ে থাকে মৃত্যুর বীজ?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ তুহিন ঘোষ নমুনা পরীক্ষার জন্য আজ বাড়িতে আসেন। ঘটনাস্থলে রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি ও নরেন্দ্রপুর থানার পুলিশ। পুরসভার আধিকারিকদের সাথে কথা বলার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2025 4:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সোনারপুরে কি সত্যিই মিলবে 'কালো সোনা'? তৈরি হবে খনি? তেল কাণ্ডে বড় পদক্ষেপ ONGC-র