পুরুষরা বার্ধক্যকে 'বাই' বলুন, এটা ৭ দিন খেলেই শিরায় শিরায় টগবগ করবে যৌবন! এবার খেল শুরু!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Male Fertility: এই গাছ বার্ধক্যে এনে দেবে যৌবন! মাত্র ৭ দিন সেবন করুন, শিরায় অনুভব করবেন ঘোড়ার শক্তি! এই গাছের রয়েছে অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টি-ইনফার্টিলিটি এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ। পুরুষদের যৌবন ধরে রাখার জন্য দারুণ কার্যকরী।
ভারতে প্রাচীনকাল থেকেই বহু গাছপালা রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে। এই গাছগুলির ঔষধি গুণ রয়েছে, যা আয়ুর্বেদ ও চরক সংহিতায় উল্লেখ করা হয়েছে। এরকম একটি গাছ হল সত্যানাশী, যা অনেক স্বাস্থ্য সমস্যার জন্য মহৌষধ হতে পারে। সত্যানাশী গাছকে স্থানীয় ওষুধের কারখানা বলা যেতে পারে, কারণ এই গাছের প্রতিটি অংশ ব্যবহারযোগ্য।
advertisement
advertisement
advertisement
advertisement
সত্যানাশী গাছের উপর বহু গবেষণা হয়েছে, যেখানে এর চমকপ্রদ উপকারিতা দেখা গেছে। সত্যানাশী গাছের রয়েছে অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টি-ইনফার্টিলিটি এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ। ধারণা করা হয় যে, এর পাতার নির্যাস বন্ধ্যাত্ব নিরাময়ে কার্যকর হতে পারে। পুরুষদের স্পার্মকাউন্ট হু-হু করে বাড়িয়ে দেয়। এই গাছের রস স্রেফ ৭ দিন খেলেই ফল পাবেন।
advertisement
advertisement
[caption id="attachment_2007054" align="alignnone" width="867"] সত্যানাশী গাছের কাণ্ড ও পাতার নির্যাসে শক্তিশালী অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ক্যান্সার গুণ রয়েছে। কিছু গবেষণায় দেখা গেছে যে এই গাছ ক্যান্সার এবং এইচআইভি-এর মতো গুরুতর রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। এর পাতায় অ্যান্টি-ক্যান্সার গুণ রয়েছে। এই গাছ শরীরকে শক্তিশালী করতেও ব্যবহৃত হয়। এছাড়াও, এর অ্যান্টি-এজিং গুণ রয়েছে, যা দীর্ঘদিন ধরে মানুষকে তরুণ রাখতে সাহায্য করতে পারে।</dd>
<dd>[/caption]
advertisement
যদিও, ‘সত্যানাশী’ শব্দটার মধ্যে নেতিবাচকতার একটা প্রতিফলন রয়েছে। প্রাচীন আয়ুর্বেদশাস্ত্রেও উল্লেখ রয়েছে এই গাছের। এই ঔষধি গাছটি পুরুষদের দেহের দুর্বলতা দূর করতে তো কার্যকর বটেই, সেই সঙ্গে তা ডায়াবেটিস, জন্ডিস, পেট ব্যথা, কাশি এবং মূত্র সংক্রান্ত সমস্যা-সহ একাধিক রোগও নিরাময় করে। যদিও সত্যানাশী বললে হয়তো অনেকেই না-ও চিনতে পারেন। বাংলায় অবশ্য এর একটা নাম রয়েছে। সেটা হল 'শিয়ালকাঁটা'।