ছেলের চুলের কাটিং দেখে বকুনি বাবার, পরের কাণ্ড মারাত্মক

Last Updated:

দাদাদের অনুকরণ করে বিশেষ স্টাইলে চুল কাটার শখ হয় ওই কিশোরের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#দাশপুর: চুলের উদ্ভট কাটিং দেখে ছেলেকে বকুনি দেওয়ার ফল যে এতটা মারাত্মক হতে পারে, তা কল্পনাও করতে পারেননি বাবা। বাবার বকুনির চোটে অভিমানের জেরে আত্মহত্যা করল কিশোর। ফ্যাশন করে চুলের কাটিং করেছিল দাশপুর থানার সালামপুরের কিশোর শুভজিৎ পোড়া।
ছেলের এমন চুলের কাটিং দেখে চটে যান শুভজিতের বাবা শ্যামপদ পোড়া। তিনি শুক্রবার ৯ই ডিসেম্বর ছেলেকে বকাবকিও করেন। পরিবারের দাবি, সেই অভিমানেই আত্মহত্যার পথ বেছে নেয় শুভজিৎ। শুক্রবার দুপুরে নিজেদের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। এমনটাই পুলিশ জানিয়েছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ দাসপুর-১ ব্লকের ব্রাহ্মণবসান হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সবেমাত্র শেষ হয়েছে তার বার্ষিক পরীক্ষা। এলাকার দাদাদের অনুকরণ করে বিশেষ স্টাইলে চুল কাটার শখ হয় তার। বাড়িতে না জানিয়েই সে এলাকার একটি সেলুন থেকে সিনেমার নায়কদের মতো করে চুল কেটে নিয়ে আসে। তা দেখেই চটে যান তার বাবা শ্যামপদবাবু।
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছে, এর পরেই ছেলেকে কড়াভাবে বকাবকিও করেন তিনি। বকাবকির ফাঁকেই ওই ছাত্রের বাবা বলেন, ছাত্র অবস্থায় ওই ভাবে ডিজাইন করে চুল কাটা ঠিক হয়নি। এটা জীবন তৈরি করার বয়স।
advertisement
এর পরেই নিজের ঘরে চলে যায় ওই ছাত্র। অনেকক্ষণ কোনও খোঁজ না পেয়ে শুভজিতের ঘরে যান বাকিরা। তখনই বাড়ির দোতলা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরে শোকে ভেঙে পড়েছে শুভজিতের পরিবার।
সুকান্ত চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছেলের চুলের কাটিং দেখে বকুনি বাবার, পরের কাণ্ড মারাত্মক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement