ছেলের চুলের কাটিং দেখে বকুনি বাবার, পরের কাণ্ড মারাত্মক
- Published by:Suvam Mukherjee
Last Updated:
দাদাদের অনুকরণ করে বিশেষ স্টাইলে চুল কাটার শখ হয় ওই কিশোরের
#দাশপুর: চুলের উদ্ভট কাটিং দেখে ছেলেকে বকুনি দেওয়ার ফল যে এতটা মারাত্মক হতে পারে, তা কল্পনাও করতে পারেননি বাবা। বাবার বকুনির চোটে অভিমানের জেরে আত্মহত্যা করল কিশোর। ফ্যাশন করে চুলের কাটিং করেছিল দাশপুর থানার সালামপুরের কিশোর শুভজিৎ পোড়া।
ছেলের এমন চুলের কাটিং দেখে চটে যান শুভজিতের বাবা শ্যামপদ পোড়া। তিনি শুক্রবার ৯ই ডিসেম্বর ছেলেকে বকাবকিও করেন। পরিবারের দাবি, সেই অভিমানেই আত্মহত্যার পথ বেছে নেয় শুভজিৎ। শুক্রবার দুপুরে নিজেদের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। এমনটাই পুলিশ জানিয়েছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ দাসপুর-১ ব্লকের ব্রাহ্মণবসান হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সবেমাত্র শেষ হয়েছে তার বার্ষিক পরীক্ষা। এলাকার দাদাদের অনুকরণ করে বিশেষ স্টাইলে চুল কাটার শখ হয় তার। বাড়িতে না জানিয়েই সে এলাকার একটি সেলুন থেকে সিনেমার নায়কদের মতো করে চুল কেটে নিয়ে আসে। তা দেখেই চটে যান তার বাবা শ্যামপদবাবু।
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছে, এর পরেই ছেলেকে কড়াভাবে বকাবকিও করেন তিনি। বকাবকির ফাঁকেই ওই ছাত্রের বাবা বলেন, ছাত্র অবস্থায় ওই ভাবে ডিজাইন করে চুল কাটা ঠিক হয়নি। এটা জীবন তৈরি করার বয়স।
advertisement
এর পরেই নিজের ঘরে চলে যায় ওই ছাত্র। অনেকক্ষণ কোনও খোঁজ না পেয়ে শুভজিতের ঘরে যান বাকিরা। তখনই বাড়ির দোতলা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরে শোকে ভেঙে পড়েছে শুভজিতের পরিবার।
সুকান্ত চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 4:24 PM IST