'আমার কাজের ধরন একটু আলাদা,' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

শিলিগুড়ির দাগাপুরে এক বেসরকারি আইন কলেজের সপ্তম ইয়ুথ পার্লামেন্টে যোগ দিয়ে একথা বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

#শিলিগুড়ি: 'গরিবদের সঠিক বিচার দেওয়ার দায়িত্ব আমার।' এদিন এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে এদিন তিনি বলেন, 'আমার কাজের ধরন একটু আলাদা।' শিলিগুড়ির দাগাপুরে এক বেসরকারি আইন কলেজের সপ্তম ইয়ুথ পার্লামেন্টে যোগ দিয়ে একথা বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেও এক বঞ্চিত চাকরিপ্রার্থী বিচারপতি এসেছেন শুনে দেখা করেন তাঁর সঙ্গে।
এদিন তিনি আরও বলেন, "আমার কাজের ধরন একটু আলাদা। গরিব মানুষেরা যাতে সঠিক বিচার পান, তাঁদের কাছে তা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। অনেক গরিব মানুষ হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে পারেন না। তাঁদের কাছে বিচার ব্যবস্থা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।"
অন্যদিকে, শহরে কলকাতা হাইকোর্টের বিচারপতি এসেছেন এমন হোর্ডিং দেখেই বিচারপতির দ্বারস্থ এক বঞ্চিত চাকরিপ্রার্থী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করলেন এবং কথাও বললেন। ২০১২ সালে শিলিগুড়ির গয়াগঙ্গা চা বাগানের সেন্ট পিটার হাই স্কুলে হিন্দি শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে নাম ছিল ওই চাকরিপ্রার্থীর।
advertisement
advertisement
অভিযোগ, তাঁকে বাইরে রেখে দ্বিতীয় স্থানাধীকারীকে নিয়োগপত্র দেয় স্কুল কর্তৃপক্ষ। হাইকোর্টে মামলাও করেছেন। শনিবার বিষয়টি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।
advertisement
অভিযোগ শোনার পর বিচারপতির পরামর্শ দেন যেহেতু উচ্চ বিদ্যালয়ের নিয়োগের বিষয় তাই তাঁর কিছু করার নেই। আইনজীবীর মাধ্যমে বিচারপতি বসুর সঙ্গে যোগযোগ করার পরামর্শ দেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'আমার কাজের ধরন একটু আলাদা,' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement