Tapas Roy on Sudip Banerjee: 'সবার সঙ্গে সুসম্পর্ক, ব্য়তিক্রম একজন!' সুদীপের সঙ্গে সংঘাত মেটেনি, বোঝালেন তাপস

Last Updated:

সুদীপ- শুভেন্দু একই সময় তৃণমূল সাংসদ ঘনিষ্ঠ মধ্য় কলকাতার এক বিজেপি নেতার বাড়ির পুজোতেও গিয়েছিলেন বলে অভিযোগ করেন তাপস।

সুদীপ-তাপস সংঘাত এখনও মেটেনি।
সুদীপ-তাপস সংঘাত এখনও মেটেনি।
#কলকাতা: দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে দু' জনের পরস্পরকে আক্রমণ করে বিবৃতি, পাল্টা বিবৃতিতে সাময়িক দাড়ি টানা গিয়েছিল। কিন্তু তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের দূরত্ব যে মেটেনি, তা ফের স্পষ্ট হয়ে গেল। দলের অস্বস্তি বাড়িয়ে সুদীপের নাম না করেই সেকথা স্পষ্ট করে দিলেন বরানগরের বিধায়ক তাপস রায়।
পুজোর পরেই অক্টোবর মাসে দলের সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে সরব হন দলের বিধায়ক এবং অন্য়তম সিনিয়র নেতা তাপস রায়। বরানগরের বিধায়ক গুরুতর অভিযোগ তুলে বলেন, বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়।
advertisement
advertisement
এমন কি, সুদীপ- শুভেন্দু একই সময় তৃণমূল সাংসদ ঘনিষ্ঠ মধ্য় কলকাতার এক বিজেপি নেতার বাড়ির পুজোতেও গিয়েছিলেন বলে অভিযোগ করেন তাপস। পাল্টা জবাব দেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ও। কটাক্ষের সুরে তিনি বলেন, 'হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার।' দুই নেতার মধ্য়ে প্রকাশ্য়ে কাদা ছোড়াছুড়ি তৃণমূলের চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
গতকাল সাংবাদিকরা তাপস রায়ের কাছে জানতে চান, তাঁর সঙ্গে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পর্ক ঠিক হয়েছে কি না? জবাবে তাপস স্পষ্ট বলেন, সম্পর্কে কোনও উন্নতি হয়নি। দলের সাংসদের সঙ্গে সম্পর্কের মেরামতিতে তিনি আগ্রহী নন বলেও জানিয়ে দেন তাপস।
advertisement
সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের নাম না করেই তৃণমূল বিধায়ক বলেন, 'আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে দেখে দল করি। দলের সবার সঙ্গে আমার ভাল সম্পর্ক। বিধায়ক, সাসদ, মন্ত্রী, প্রতিষ্ঠিত নেতা- তৃণমূলের এমন কোনও নেতা নেই যাঁর সঙ্গে আমার সুসম্পর্ক নেই। তাঁরাও আমাকে পছন্দ করেন। ব্য়তিক্রম একজন।' সাংবিদকরা জানতে চান, কেন একজনই ব্য়তিক্রম? জবাবে তাপস রায় ফের বলেন, 'ব্য়তিক্রমের কারণ নিশ্চয়ই ছিল বা আছে।'
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য়, তাপস রায়কে সরিয়ে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে উত্তর কলকাতায় তৃণমূলের সাংগঠনিক সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তার পর থেকেই দুই নেতার মধ্য়ে সংঘাতের সূত্রপাত। যদিও শুক্রবার তাপস রায় যে মন্তব্য় করেছেন, তার কোনও জবাব দেননি সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tapas Roy on Sudip Banerjee: 'সবার সঙ্গে সুসম্পর্ক, ব্য়তিক্রম একজন!' সুদীপের সঙ্গে সংঘাত মেটেনি, বোঝালেন তাপস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement