East Bardhaman News: দিনে স্কুল, আর রাতে কারা আসে! পূর্বস্থলীর এক স্কুলে যা ঘটছে, শুনে আঁতকে উঠছে এলাকাবাসী
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
নিশুতি রাতে স্কুলে ‘শৌচ অভিযান’, শিক্ষকদের ঘুম কেড়ে নিয়েছে রাতের ‘বিপজ্জনক অতিথিরা’!
বনোয়ারীলাল চৌধুরী, পূর্বস্থলী: নিশুতি রাতে স্কুলে ‘শৌচ অভিযান’, শিক্ষকদের ঘুম কেড়ে নিয়েছে রাতের ‘বিপজ্জনক অতিথিরা’! পূর্বস্থলীর পশ্চিম আটপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এক অভাবনীয় বিপত্তি! দিনের আলোয় যেখানে খুদে পড়ুয়ারা ব্যস্ত অ-আ-ক-খ শেখায়, রাতের অন্ধকারে সেখানে চলছে একেবারে “অ-সামাজিক শিক্ষা শিবির”! পাঁচিল টপকে কিছু ‘রাতচরা যুবক’ ঢুকে পড়ছে স্কুলে, তবে পড়াশোনা নয়, ওদের লক্ষ্য একটাই, প্রকৃতির ডাকে সাড়া দিতে মিড-ডে মিলের রান্নাঘর আর পানীয় জলের কলের পাশকেই বেছে নিয়েছে ওরা! স্কুল খুলতেই চোখে জল, তবে তা আবেগে নয়, গা গুলিয়ে ওঠা গন্ধে!
এমনটাই জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল মণ্ডল। দিনের শুরুতেই শিক্ষকদের বিড়ম্বনায় ফেলছে এসব ‘রাতের অধ্যায়’। মিড-ডে মিল বানাতে গেলে পাচ্ছেন প্রবল দুর্গন্ধ! স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ২০৩, আর শিক্ষক মাত্র ৪। কিন্তু এই নতুন সমস্যা সামলাতে হলে তো শিক্ষক বদলে দরকার পুলিশ বা পাহারাদার! তবে অভিযোগের আঙুল উঠছে এলাকার কিছু যুবকের দিকে, যারা রাত বাড়লেই পাঁচিল টপকে ঢুকে পড়ে স্কুল চত্বরে এই অপকর্ম সারছে। শোনা যাচ্ছে, নিজেরাই নোংরা কাজ করে আবার নিজেরাই ছবি তুলে ছড়াচ্ছে! কে জানে, হয়তো সোশ্যাল মিডিয়ায় ‘নতুন ইনফ্লুয়েন্সার’ হওয়ার চেষ্টায়!
advertisement
advertisement
এই নিয়ে শেষমেশ প্রধান শিক্ষক দ্বারস্থ হয়েছেন স্কুল পরিচালন কমিটি, পঞ্চায়েত এমনকি পুলিশেরও। মাজিদা পঞ্চায়েতের প্রধান খন্দেকার মুজিবর রহমানও জানিয়েছেন, বিষয়টি প্রধান শিক্ষকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে স্থানীয় এলাকার কিছু যুবক এসব নোংরা কাজ করে গ্রামটিকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। আবার তারাই ছবি তুলে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে৷ আমরা ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেব৷ গ্রামের মানুষও বলছেন, পড়াশোনার জায়গা, সেখানে এমন কখনই বরদাস্ত করা হবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 6:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: দিনে স্কুল, আর রাতে কারা আসে! পূর্বস্থলীর এক স্কুলে যা ঘটছে, শুনে আঁতকে উঠছে এলাকাবাসী

