জলে ডুবেছে স্কুলের একতলা, মিড ডে মিলের রান্নাঘর! তার মধ্যেই চলছে...! হুগলিতে মারাত্মক ছবি

Last Updated:

অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে খানাকুলে জলযন্ত্রণা অব্যাহত

হুগলির খানাকুলে অব্যাহত জলযন্ত্রণা। প্রতীকী ছবি
হুগলির খানাকুলে অব্যাহত জলযন্ত্রণা। প্রতীকী ছবি
খানাকুল, হুগলি, শুভদীপ ঘোষঃ স্কুলের একতলা, মিড ডে মিলের রান্নাঘর থেকে শুরু করে নলকূপ, সব এখন জলের তলায়। কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয়নি বিদ্যালয়। সরকারিভাবে স্কুল বন্ধের কোনও নির্দেশিকা না থাকায় শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া সবাই জল পেরিয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসছেন। খানাকুলের কামদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এই দৃশ্য।
পাশের গ্রাম জয়গোলানন্দপুরেও একই জলযন্ত্রণার ছবি। গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সেখানকার স্কুলে পঠনপাঠন বন্ধ। বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বন্যাদুর্গত পরিবারগুলি। তবে স্কুল ছুটির কোনও সরকারি অর্ডার না থাকায় শিক্ষকরা নিয়মিত এসে বিদ্যালয় খুলছেন।
আরও পড়ুনঃ বর্ষা আসতেই হু হু করে বাড়ে চাহিদা! মাছ ধরতে আজও অনেকের পছন্দ খোলসানি, দামও সাধ্যের মধ্যেই!
অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে খানাকুলে জলযন্ত্রণা অব্যাহত। এখানকার বহু স্কুলেই দেখা যাচ্ছে এক ছবি। গ্রামীণ রাস্তাঘাট সম্পূর্ণ বিচ্ছিন্ন, সব জায়গায় নৌকাও নেই। ফলে জল পেরিয়েই যাতায়াত করছে সাধারণ মানুষ। কোথাও আবার একতলা বাড়িতে জল ঢুকে পড়ায় বাধ্য হয়ে ঘরের জিনিসপত্র ছাদে তুলে ত্রিপল খাটিয়ে রেখেছেন বাসিন্দারা।
advertisement
advertisement
এতকিছুর মধ্যেও অবশ্য সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন আশাকর্মীরা। এক কোমর জল পেরিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষকে পরিষেবা দিচ্ছেন। জল আরও বাড়লে নৌকায় করে পরিষেবা দিতে হবে বলে দাবি তাঁদের।
আরও পড়ুনঃ সাইকেল, বাইক, মানুষও পড়েছে নদীতে! রাজ্যের ‘এই’ ফেরিঘাটের ভয়ানক অবস্থা, পারাপারের আগে সাবধান!
খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। ডিভিসি লাগাতার জল ছাড়ায় নদনদী, শাখা খালগুলি জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। যে কারণে এলাকা থেকে জমা জলও বেরোচ্ছে না। কোথাও এক মাস, কোথাও এক সপ্তাহ, কোথাও আবার ১০ দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে এলাকা। চরম দুর্ভোগে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলে ডুবেছে স্কুলের একতলা, মিড ডে মিলের রান্নাঘর! তার মধ্যেই চলছে...! হুগলিতে মারাত্মক ছবি
Next Article
advertisement
Saugata Roy Smoking Controversy: সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! নিজের যুক্তিতেই অনড় তৃণমূল সাংসদ
সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! তবুও অনড় তৃণমূল সাংসদ
  • সংসদ ভবন চত্বরে সৌগতর সিগারেটে টান৷

  • আপত্তি জানালেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷

  • নিজের যুক্তিতে অনড় তৃণমূল সাংসদ৷

VIEW MORE
advertisement
advertisement