সাইকেল, বাইক, মানুষও পড়েছে নদীতে! রাজ্যের 'এই' ফেরিঘাটের ভয়ানক অবস্থা, পারাপারের আগে সাবধান!

Last Updated:

রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় সাইকেল, মোটরবাইক এমনকি মানুষও নদীতে পড়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়!

+
দীর্ঘদিন

দীর্ঘদিন ধরে ফেরিঘাটের বেহাল দশা

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ‘মৃত্যুফাঁদে’র চেহারা নিয়েছে হিঙ্গলগঞ্জের ফেরিঘাট। জোরাল হল স্থায়ী জেটিঘাটের দাবি। বছরের পর বছর ধরে উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জের নটবর ফেরিঘাট কার্যত অবহেলার ছবি হয়ে দাঁড়িয়েছে। এদিকে এটি শুধুমাত্র একটি যাতায়াতের পথ নয়, কুমিরমারি, মোল্লাখালি, ধামাখালি, ন্যাজাট, কালীনগর সহ একাধিক দ্বীপগ্রামের বাসিন্দাদের জন্য জীবনরেখাও। রোজ শতাধিক মানুষ এই ঘাট থেকে নৌকায় করে যাতায়াত করেন। ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ থেকে শুরু করে রোগী- সবাই এই ফেরিঘাটের উপর নির্ভরশীল।
তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ ফেরিঘাটটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ইট ও ইলেকট্রিক পোস্ট ফেলে কোনও রকমে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। বর্ষার সময়ে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় সাইকেল, মোটরবাইক এমনকি মানুষও নদীতে পড়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়।
আরও পড়ুনঃ গভীর রাতে শিক্ষকের বাড়িতে পুলিশি হানা, তল্লাশি চালাতেই যা মিলল… সঙ্গে সঙ্গে গ্রেফতার!
স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডল বলেন, ‘রোজ এই ঘাট দিয়ে স্কুল-কলেজের বহু পড়ুয়া যাতায়াত করে। নিত্যযাত্রীরা মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছেন। স্থায়ী জেটিঘাট হলেই সমস্যার সমাধান সম্ভব’। তিনি জানান, বহুবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীর দাবি, অবিলম্বে একটি পাকা জেটিঘাট নির্মাণ করা হোক। সেটা না হলে রোজকার দুর্ভোগ অব্যাহত থাকার পাশাপাশি যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনাও ঘটে যেতে পারে। সুন্দরবনের এই গুরুত্বপূর্ণ নদীপথের ঘাট অবহেলায় পড়ে থাকা মানে কেবলমাত্র অবকাঠামোগত ব্যর্থতা নয়, এটা স্থানীয় বাসিন্দাদের জীবনের নিরাপত্তার বিষয়ও। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কার্যকরী পদক্ষেপ কামনা করছেন সকলে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাইকেল, বাইক, মানুষও পড়েছে নদীতে! রাজ্যের 'এই' ফেরিঘাটের ভয়ানক অবস্থা, পারাপারের আগে সাবধান!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement