Weather Update: তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী! আবহাওয়ার ভোলবদল! কোন কোন জেলায় হাড় কাঁপানি ঠান্ডা
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ক্রমাগতই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। ধীরে ধীরে শীত বাড়ছে দক্ষিণের জেলাগুলিতে।
পুরুলিয়া: তীব্র শীতের প্রভাব না থাকলেও ঘন কুয়াশার দাপট রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। জেলা পুরুলিয়াতেও রয়েছে কুয়াশার দাপট। সকালের দিকে শীতের আমেজ যথেষ্টই উপভোগ করা যাচ্ছে। বেলা গড়াতেই ক্রমাগতই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ক্রমাগতই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। ধীরে ধীরে শীত বাড়ছে দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে জেলা পুরুলিয়াতে।
শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। তবে তা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। শীতের পথে বড় কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। এবছর হাড় কাঁপানো শীতের দাপট নেই দক্ষিণে। তবে চলতি সপ্তাহে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণে। কুয়াশার দাপট থাকবে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। তবে ঘন কুয়াশার দাপট নেই দক্ষিণে।
advertisement
দক্ষিণের জেলাগুলিতে আপাতত শীতের দাপট বজায় থাকছে। তাপমাত্রা আরও নামার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ঘন কুয়াশার দাপট থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা , কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। এরই পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।
advertisement
চলতি বছর জেলা পুরুলিয়া তীব্র শীতের আমেজ উপভোগ করেনি। মোটামুটি শীতের দাপট থেকেছে। হাড় কাঁপানো শীত পড়েনি জেলায়। রোজই হয়েছে আবহাওয়ার পরিবর্তন। তবে এই মুহূর্তেই পুরোপুরি শীত বিদায় নিচ্ছে না জেলা থেকে এমনটাই পূর্বাভাস মিলেছে।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2025 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Update: তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী! আবহাওয়ার ভোলবদল! কোন কোন জেলায় হাড় কাঁপানি ঠান্ডা