Weather Update: তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী! আবহাওয়ার ভোলবদল! কোন কোন জেলায় হাড় কাঁপানি ঠান্ডা

Last Updated:

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ক্রমাগতই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। ধীরে ধীরে শীত বাড়ছে দক্ষিণের জেলাগুলিতে।

পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া: তীব্র শীতের প্রভাব না থাকলেও ঘন কুয়াশার দাপট রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। জেলা পুরুলিয়াতেও রয়েছে কুয়াশার দাপট। সকালের দিকে শীতের আমেজ যথেষ্টই উপভোগ করা যাচ্ছে। বেলা গড়াতেই ক্রমাগতই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। ‌আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ক্রমাগতই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। ধীরে ধীরে শীত বাড়ছে দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে জেলা পুরুলিয়াতে।
শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে।‌ তবে তা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। শীতের পথে বড় কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। এবছর হাড় কাঁপানো শীতের দাপট নেই দক্ষিণে। তবে চলতি সপ্তাহে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণে। কুয়াশার দাপট থাকবে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। তবে ঘন কুয়াশার দাপট নেই দক্ষিণে।
advertisement
দক্ষিণের জেলাগুলিতে আপাতত শীতের দাপট বজায় থাকছে। তাপমাত্রা আরও নামার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ঘন কুয়াশার দাপট থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা , কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। এরই পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।
advertisement
চলতি বছর জেলা পুরুলিয়া তীব্র শীতের আমেজ উপভোগ করেনি। ‌ মোটামুটি শীতের দাপট থেকেছে। হাড় কাঁপানো শীত পড়েনি জেলায়। রোজই হয়েছে আবহাওয়ার পরিবর্তন। তবে এই মুহূর্তেই পুরোপুরি শীত বিদায় নিচ্ছে না জেলা থেকে এমনটাই পূর্বাভাস মিলেছে।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Update: তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী! আবহাওয়ার ভোলবদল! কোন কোন জেলায় হাড় কাঁপানি ঠান্ডা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement