North 24 Parganas News: ‘বদলা চাই’, ভাইয়ের কফিনের সামনে দাঁড়িয়ে শপথ দাদার! গান স‍্যালুটে শেষ শ্রদ্ধা শহিদ ঝন্টু আলিকে

Last Updated:

শহীদ ভাইয়ের মৃত্যুতে গান স্যালুট, সেনায় থাকা দাদার মুখে শোক ভুলে বদলার কথা

+
শহীদ

শহীদ শ্রদ্ধা

উত্তর ২৪ পরগনা: শহিদ ঝন্টু আলি শেখকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হল ব্যারাকপুরে। ভাইয়ের এমন করুন পরিণতিতে সেনায় থাকা দাদার মুখে উঠে এল বদলার কথা! সন্ত্রাস দমন অভিযানে শহিদ হন বাংলার ছেলে, ভারতীয় সেনার সাহসী জওয়ান ঝন্টু আলি শেখ। তাঁর নিথর দেহকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানাল ব্যারাকপুর সেনানিবাসের অফিসাররা।
এরপরই দেহ রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে। কাশ্মীরে জঙ্গি হামলার পর বসন্তগঞ্জের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে শহিদ হন ঝন্টু। জানা গিয়েছে, পুরো অভিযানটির নেতৃত্ব দিচ্ছিলেন তিনিই। অভিযানের সময় জঙ্গিদের গুলিতে মাথা ও কাঁধে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে হেলিকপ্টার করে নিয়ে আসা হলেও, শেষরক্ষা হয়নি।
advertisement
advertisement
চিকিৎসকরা তাঁকে মৃত বলেই ঘোষণা করেন। অপরদিকে, ভাইয়ের মৃত্যুতে শোকাহত হলেও, দায়িত্ববোধে অটল ঝন্টুর দাদা সেনাবাহিনীতে কর্মরত সুবেদার সফিকুল শেখ। শোক সামলে তিনি জানান, দেশের শত্রুদের আমরা ছাড়ি না, ছাড়বও না। কলকাতা বিমানবন্দর থেকে শহীদের দেহ ব্যারাকপুর সেনা হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
সেখানে সরকারের তরফে দায়িত্ব নিয়ে উপস্থিত ছিলেন বিধান নগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্ত। দেশের জন্য আত্মবলিদান দেওয়া এই বীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ব্যারাকপুরবাসী-সহ গোটা নাগরিক সমাজ। আর এই শহিদের মৃত্যুই যেন মনে করিয়ে দেয়, দেশের শান্তির জন্য কেউ না কেউ প্রাণ দেয় নীরবে।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ‘বদলা চাই’, ভাইয়ের কফিনের সামনে দাঁড়িয়ে শপথ দাদার! গান স‍্যালুটে শেষ শ্রদ্ধা শহিদ ঝন্টু আলিকে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement