Dey Family: কোটি কোটি টাকার ঋণ, খুন, গ্রেফতার...শেষ গোটা সংসার! ট্যাংরার দে পরিবারের সেই নাবালকের ঠাঁই হল কোথায়?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Dey Family: এখানেই গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে চিকিৎসাধীন ছিলেন প্রণয়ের ছেলেও। দিন কয়েকের মধ্যে সুস্থ হয়ে গেলেও হাসপাতালের ওয়ার্ডই ছিল এতদিন নাবালকের ঠিকানা।
কলকাতা: ঋণের বোঝা। পরিবারের সকল সদস্যদের শেষ করে নিজেরাও আত্মঘাতী হতে চেয়েছিলেন। বাড়ির তিন মহিলা সদস্য মারা গেলেও বেঁচে গিয়েছিলেন তিন পুরুষ সদস্য। পরে খুনের দায়ে গ্রেফতার হয়েছিলেন ট্যাংরার দে পরিবারের ছোট ছেলে প্রসূণ দে গ্রেফতার হয়েছেন। বড় ছেলে প্রণয় দে এখনও এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন।
এখানেই গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে চিকিৎসাধীন ছিলেন প্রণয়ের ছেলেও। দিন কয়েকের মধ্যে সুস্থ হয়ে গেলেও হাসপাতালের ওয়ার্ডই ছিল এতদিন নাবালকের ঠিকানা।
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় জোড়া রাজযোগ! দুর্লভ সংযোগে এপ্রিলের শেষেই মালামাল ৩ রাশি, হাতে কুবেরের ধন
advertisement
advertisement
আত্মীয়রা দায়িত্ব নিতে রাজি হয়নি। অবশেষে CWC (চাইল্ড ওয়েলফেয়ার কমিটি)-র পক্ষ থেকে নাবালকের সঙ্গে কথা বলা হয়। CWC-এর তরফে কালিকাপুরের একটি হোমে তাকে রাখার ব্যবস্থা করা হয়। অবশেষে আজ বিকেলে এনআরএস হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তারক্ষীদের টাটা করে বেরিয়ে গেল ট্যাংড়া পরিবারের নাবালক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2025 6:17 PM IST