Sodepur Flyover: মেরামতির জন্য বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ সোদপুর ফ্লাইওভার! বন্ধ থাকবে দোকানপাটও, জেনে নিন দিনক্ষণ
- Reported by:Subhajit Sarkar
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Sodepur Flyover: সোদপুর-মধ্যমগ্রাম সংযোগকারী ব্রিজ আংশিক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে মেরামতির কাজ। দীর্ঘদিনের বেহাল অবস্থার পর অবশেষে মেরামতির কাজ শুরু হচ্ছে সোদপুর ওভার ব্রিজে।
সোদপুর: সোদপুর-মধ্যমগ্রাম সংযোগকারী ব্রিজ আংশিক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে মেরামতির কাজ। দীর্ঘদিনের বেহাল অবস্থার পর অবশেষে মেরামতির কাজ শুরু হচ্ছে সোদপুর ওভার ব্রিজে। বহু বছর ধরে পূর্ত দফতরে টেন্ডার আটকে থাকার ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার বাস, অটো, ট্রাক চলাচল করছিল এই ব্রিজ দিয়ে। অবশেষে সেই সমস্যার সমাধানে এগিয়ে এল প্রশাসন। আগামী ১৯ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিজ মেরামতির কাজ চলবে।
এই সময়কালে প্রতিটি শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ব্রিজে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর পাশাপাশি বিশেষভাবে জানানো হয়েছে, ব্রিজের কাজ চলাকালীন যখন পূর্ব দিক ধরে মেরামতি চলবে তখন পূর্ব দিকের, আবার যখন পশ্চিম দিক ধরে মেরামতি চলবে তখন পশ্চিম দিকের সমস্ত ব্যবসায়ীদের শনি ও রবিবার করে সমস্ত দোকানপাট বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। ফলে ক্রেতা-বিক্রেতা থেকে থেকে শুরু করে নিত্য পথযাত্রী এবং সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ হলেও, দ্রুত কাজ শেষ করতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান।
advertisement
advertisement
বিকল্প রুট হিসেবে সোদপুর থেকে মধ্যমগ্রাম ও বারাসাতগামী বাস চলবে এফোর রোড ধরে। অন্যদিকে, ছোট যানবাহন যেমন অটো ও টোটো চালান হবে রামচন্দ্রপুর রোড হয়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিকল্প ব্যবস্থার মাধ্যমে ট্র্যাফিক স্বাভাবিক রাখা হবে এবং ব্রিজ মেরামতের কাজ যথাসময়ে শেষ করার চেষ্টা চলবে। স্থানীয় বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে।
advertisement
শুভজিৎ সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2025 2:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sodepur Flyover: মেরামতির জন্য বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ সোদপুর ফ্লাইওভার! বন্ধ থাকবে দোকানপাটও, জেনে নিন দিনক্ষণ







