Sodepur Flyover: মেরামতির জন্য বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ সোদপুর ফ্লাইওভার! বন্ধ থাকবে দোকানপাটও, জেনে নিন দিনক্ষণ

Last Updated:

Sodepur Flyover: সোদপুর-মধ্যমগ্রাম সংযোগকারী ব্রিজ আংশিক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে মেরামতির কাজ। দীর্ঘদিনের বেহাল অবস্থার পর অবশেষে মেরামতির কাজ শুরু হচ্ছে সোদপুর ওভার ব্রিজে।

+
সোদপুর-মধ্যমগ্রাম-বারাসাত

সোদপুর-মধ্যমগ্রাম-বারাসাত সংযোগকারী ব্রিজ

সোদপুর: সোদপুর-মধ্যমগ্রাম সংযোগকারী ব্রিজ আংশিক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে মেরামতির কাজ। দীর্ঘদিনের বেহাল অবস্থার পর অবশেষে মেরামতির কাজ শুরু হচ্ছে সোদপুর ওভার ব্রিজে। বহু বছর ধরে পূর্ত দফতরে টেন্ডার আটকে থাকার ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার বাস, অটো, ট্রাক চলাচল করছিল এই ব্রিজ দিয়ে। অবশেষে সেই সমস্যার সমাধানে এগিয়ে এল প্রশাসন। আগামী ১৯ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিজ মেরামতির কাজ চলবে।
এই সময়কালে প্রতিটি শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ব্রিজে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর পাশাপাশি বিশেষভাবে জানানো হয়েছে, ব্রিজের কাজ চলাকালীন যখন পূর্ব দিক ধরে মেরামতি চলবে তখন পূর্ব দিকের, আবার যখন পশ্চিম দিক ধরে মেরামতি চলবে তখন পশ্চিম দিকের সমস্ত ব্যবসায়ীদের শনি ও রবিবার করে সমস্ত দোকানপাট বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। ফলে ক্রেতা-বিক্রেতা থেকে থেকে শুরু করে নিত্য পথযাত্রী এবং সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ হলেও, দ্রুত কাজ শেষ করতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান।
advertisement
advertisement
বিকল্প রুট হিসেবে সোদপুর থেকে মধ্যমগ্রাম ও বারাসাতগামী বাস চলবে এফোর রোড ধরে। অন্যদিকে, ছোট যানবাহন যেমন অটো ও টোটো চালান হবে রামচন্দ্রপুর রোড হয়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিকল্প ব্যবস্থার মাধ্যমে ট্র্যাফিক স্বাভাবিক রাখা হবে এবং ব্রিজ মেরামতের কাজ যথাসময়ে শেষ করার চেষ্টা চলবে। স্থানীয় বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে।
advertisement
শুভজিৎ সরকার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sodepur Flyover: মেরামতির জন্য বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ সোদপুর ফ্লাইওভার! বন্ধ থাকবে দোকানপাটও, জেনে নিন দিনক্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement