Snake News: বাড়ির ভিতরে ফোঁস-ফোঁস শব্দ! সর্বনাশ! এ যে সপরিবারে বিষধরের আখড়া! গোপালনগরের বাড়ি দেখে ভয় পাচ্ছে সাধারণ মানুষ

Last Updated:

Snake News: গত দু’দিন ধরে ওই পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে সাপের আনাগোনা লক্ষ্য করছিলেন।

+
উদ্ধার

উদ্ধার হওয়া সাপ ও ডিম

উত্তর ২৪ পরগনা: গৃহস্থের বাড়িতেই সপরিবারে আস্তানা গেঁড়েছিল বিষধর গোখরো সাপ! আতঙ্কিত হয়ে, নজরে আসতেই উদ্ধার সাপ সহ ১৯টি ডিম। ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক আতঙ্ক। জানা গিয়েছে, গোপালনগর থানা এলাকার গোপীনাথপুর গ্রামে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় ওই বিষধর গোখরো সাপ ও তার ১৯টি ডিম। গত দু’দিন ধরে ওই পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে সাপের আনাগোনা লক্ষ্য করছিলেন।
প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও, পরে সাপের গতিবিধি বেড়ে যাওয়ায় আতঙ্কে পড়ে যান তাঁরা। তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে।
advertisement
সংগঠনের সদস্যরা এসে প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় বাড়ির ভিতর থেকে একটি বিষধর গোখরো সাপ ও ১৯টি সাপের ডিম উদ্ধার করেন। এভাবে বাড়ির ভিতরে বিষধর সাপের আস্তানা হওয়ায়, শিশু ও অন্যান্য সদস্যদের যে কোন মুহূর্তে বিপদে পড়ত হত বলেই মনে করছেন স্থানীয়রা।
advertisement
স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সাপ ও ডিম বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, বিষাক্ত সাপ কামড়ালে কোনও অবস্থাতেই ওঝা বা গুনিনের কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা।
কারণ, দ্রুত চিকিৎসাই একমাত্র সাপে কাটা রোগীর প্রাণ বাঁচাতে পারে। ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়ালেও, সাপ উদ্ধার হওয়ায় খানিকটা হলেও স্বস্তি ফিরেছে। তবে আশঙ্কা রয়ে গিয়েছে, এলাকায় আরও বিষধর সাপ লুকিয়ে থাকতে পারে বলে। বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে স্থানীয়দের তরফে।
advertisement
—- Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake News: বাড়ির ভিতরে ফোঁস-ফোঁস শব্দ! সর্বনাশ! এ যে সপরিবারে বিষধরের আখড়া! গোপালনগরের বাড়ি দেখে ভয় পাচ্ছে সাধারণ মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement