Alipore Zoo: লম্বায় ৩০ ফুট, ওজন ২৫০ কেজি! দৈত‍্যাকার সবুজ অ‍্যানাকোন্ডা আসছে আলিপুর চিড়িয়াখানায়

Last Updated:

আলিপুর চিড়িয়াখানায় এবার আসতে চলেছে নতুন অতিথি। বেশ কয়েক বছর ধরেই খোঁজ করার পর, সন্ধান মিলেছে সবুজ অ্যানাকোন্ডার। চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব‍্যাঙ্ক থেকে আনা হবে এই সাপ।

সবুজ অ্যানাকোন্ডা
সবুজ অ্যানাকোন্ডা
দক্ষিণ ২৪ পরগনা: আলিপুর চিড়িয়াখানায় এবার আসতে চলেছে নতুন অতিথি। বেশ কয়েক বছর ধরেই খোঁজ করার পর, সন্ধান মিলেছে সবুজ অ্যানাকোন্ডার। চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্ক থেকে আনা হবে এই সাপ।
বেশ কয়েকবছর ধরে অ্যানাকোন্ডা নিয়ে উৎসাহ বেড়েছে রাজ্যবাসীর। বাংলা সিনেমাতেও দেখানো হয়েছে এই সাপকে। এর আগে হলুদ অ্যানাকোন্ডা আনা হয়েছিল চিড়িয়াখানায়।
জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানার একটি দল চেন্নাইয়ে যায়। সেখানে গিয়ে মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্কে এক জোড়া সবুজ অ‌্যানাকোন্ডা পছন্দ করে এসেছেন তাঁরা। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই খবর।
advertisement
advertisement
সবুজ অ‌্যানাকোন্ডা, হলুদ অ‌্যানাকোন্ডার থেকে দ্বিগুণ বড়। দৈত‌্যাকার এই সাপের দৈর্ঘ‌্য প্রায় ৩০ ফুট পর্যন্ত হয়। ওজন ২৫০ কেজির মতো। গত তিন বছর ধরে তার খোঁজ চালাচ্ছে আলিপুর। সবুজ অ‌্যানাকোন্ডার জন্য  বহুদিন আগেই ঘর তৈরি হয়ে রয়েছে চিড়িয়াখানায়।
advertisement
দুটি সবুজ অ‌্যানাকোন্ডার শাবক তারা দিচ্ছে। বিনিময়ে তারা আলিপুরের কাছে শাঁখামুটি কিংবা ইগুয়ানা সাপ চেয়েছে। এবার ‘জু অথরিটির’ সবুজ সঙ্কেত পেলেই আলিপুরে আসবে এই সাপ। তারপর থেকেই এই সবুজ সাপ দেখতে ভিড় জমাবেন অনেকেই।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Alipore Zoo: লম্বায় ৩০ ফুট, ওজন ২৫০ কেজি! দৈত‍্যাকার সবুজ অ‍্যানাকোন্ডা আসছে আলিপুর চিড়িয়াখানায়
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement