South 24 Parganas News : সোনারপুরে শতাব্দী প্রাচীন স্কুলে চালু স্মার্ট ক্লাসরুম
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
আধুনিক যুগের স্কুলের পড়াশোনাও আধুনিক করতে ডিজিটাল ক্লাস রুম চালু হল সোনারপুরের পদ্মমনি গার্লস স্কুলে ৷
দক্ষিণ ২৪ পরগনা: আধুনিক যুগের স্কুলের পড়াশোনাও আধুনিক করতে ডিজিটাল ক্লাস রুম চালু হল সোনারপুরের পদ্মমনি গার্লস স্কুলে ৷ সোনারপুরের মধ্যে প্রথম স্মার্ট ক্লাসরুম চালু হতে চলেছে এই স্কুলে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রের উদ্যোগে।ইতিমধ্যেই ক্লাসরুমগুলিতে এলইডি টিভি বসানোরও কাজ শেষ চলছে। ডিজিটাল ক্লাসরুম এর উদ্ধোধন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক।
তার বিধানসভা কেন্দ্রে এই প্রথম কোনো স্কুলে ডিজিটাল ক্লাসরুম চালু করা হল বলে জানান তিনি ৷ স্কুল কতৄপক্ষ এই উদ্য়োগ নেওযায় খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকরা ৷ স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবনী রায় জানান সর্বাধুনিক শিক্ষায় এই স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলতে চান তারা ৷ যে পড়াশুনাটা তারা ক্লাসরুমে করত সেটাই তারা চোখের সামনে দেখতে পাবে ৷ এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। আধুনিক পদ্ধতিতে অডিও ভিজুয়্যালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়ানো হলে সেটা তাদের মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করবে।
advertisement
advertisement
এই স্কুলে স্মার্ট ক্লাসরুমের প্রয়োজন ছিল।সে টা বিধায়ক উপলব্ধি করতে পেরেছেন। আগামী দিনে চলার পথে নিদর্শন হয়ে থাকবে। পড়াশুনাটা তাদের কাছে আরও হৃদয়গ্রাহী হবে বলে জানান তিনি ৷ শতবর্ষ প্রাচীন এই স্কুলে বহু ছাত্রীই স্কুলের নাম উজ্জ্বল করেছে ৷ আগামীদিনেও করবে বলে জানান তিনি ৷
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী মৌমিতা ভট্টাচার্য জানান স্মার্টক্লাস চালু হলে তারা চোখের সামনে অডিও ভিজুয়ালের মাধ্য়মে পুরো বিষয়টি দেখতে ও জানতে পারবেন ৷ এরফলে তাদের আরও সুবিধা হবে বলে জানান তারা ৷
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2024 1:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : সোনারপুরে শতাব্দী প্রাচীন স্কুলে চালু স্মার্ট ক্লাসরুম