Smart Anganwadi Centre : এবার বীরভূমে স্মার্ট অঙ্গনওয়ারি কেন্দ্র! পড়ুয়াদের জন্য থাকবে ইন্টারনেট, টিভি, পরিশুদ্ধ জল

Last Updated:

Smart Anganwadi Centre : বীরভূম জেলার যে সমস্ত জায়গায় এখনও অঙ্গনওয়ারি কেন্দ্রের নিজস্ব বিল্ডিং নেই, পরবর্তী কালে অনুমোদন পেলে সরাসরি সক্ষম অঙ্গনওয়ারি কেন্দ্রও গড়ে তোলা হতে পারে।

এবার বীরভূমে স্মার্ট অঙ্গনওয়ারি কেন্দ্র
এবার বীরভূমে স্মার্ট অঙ্গনওয়ারি কেন্দ্র
বীরভূম: আধুনিক যুগে ‘স্মার্ট’ শব্দের সঙ্গে এখন মোটামুটি প্রায় সকলেই পরিচিত। স্মার্টফোনের হাত ধরে এই ‘স্মার্ট’ এখন ৫ম জেনারেশাননের আধুনিকতার সিঁড়ি। স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, স্মার্ট স্যু থেকে শুরু করে অনেক কিছু। এবার সেই স্মার্ট অঙ্গনওয়ারি সেন্টার গড়ে উঠতে চলেছে বীরভূমে। তবে সরকারি ভাষায় এই অঙ্গনওয়ারি কেন্দ্রগুলির নাম দেওয়া হয়েছে সক্ষম অঙ্গনওয়ারি সেন্টার। বীরভূম জেলায় ১৩০০ এই স্মার্ট অঙ্গনওয়ারি সেন্টার গড়ে তোলা হচ্ছে। এই অঙ্গনওয়ারি সেন্টার গড়ে তোলার আগে বীরভূম জেলার ১৯টি ব্লকে সার্ভে করেছে বীরভূম জেলা প্রশাসন। তার মধ্যে বেশ কিছু অঙ্গনওয়ারি সেন্টারকে বেছে নেওয়া হয়েছে যেগুলিকে সক্ষম অঙ্গনওয়ারি সেন্টারে রূপান্তরিত করার পক্রিয়া শুরু করা হয়েছে।
১৯টি ব্লকের বিডিওদের কাছে সেই লিস্ট ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, বীরভূমের জেলা শাসক বিধান রায় জানিয়েছেন, এই সক্ষম অঙ্গনওয়ারি সেন্টারগুলিতে প্রথমত জোর দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে পাশাপাশি অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে আসা পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা হবে। অঙ্গনওয়ারি কেন্দ্রে থাকবে ইন্টারনেট কানেকটিভিটি, থাকবে এলইডি স্মার্ট টিভি। থাকবে পানীয় জলের জন্য আরও ওয়াটার পিউরিফিকেশন। পাশাপাশি থাকবে ভুগর্ভস্থ পানীয় জলের ব্যবস্থা। কেন্দ্রগুলির দেওয়ালে থাকবে শিশু পড়ুয়াদের মনের মতো বিভিন্ন কার্টুন চরিত্রের ছবি।
advertisement
advertisement
জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিডিও কনফারেন্সিং সিস্টেমে এই অঙ্গনওয়ারি কেন্দ্রগুলি যোগাযোগে থাকবে বলেও জানা গিয়েছে। পড়ুয়াদের খাবার হবে উন্নত মানের। তবে বীরভুম জেলার বিভিন্ন আদিবাসি এলাকার থাকা অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিকে বিশেষ ভাবে নজরে রাখা হয়েছে সক্ষম অঙ্গনওয়ারি গড়ে তোলার ক্ষেত্রে। তবে প্রথমে পাইলট প্রজেক্ট হিসাবে প্রথম ধাপে বীরভূমে বিভিন্ন প্রান্তে থাকা ৫০০০-এরও বেশি অঙ্গনওয়ারি কেন্দ্রগুলির মধ্যে থেকে বেছে নিয়ে এই ১৩০০ অঙ্গনওয়ারি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়ারি কেন্দ্রে রূপান্তরিত করা হচ্ছে।
advertisement
বীরভূম জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বীরভূম জেলার যে সমস্ত জায়গায় এখনও অঙ্গনওয়ারি কেন্দ্রের নিজস্ব বিল্ডিং নেই, পরবর্তী কালে অনুমোদন পেলে সরাসরি সক্ষম অঙ্গনওয়ারি কেন্দ্রও গড়ে তোলা হতে পারে। তবে আপাতত ১৩০০ সক্ষম অঙ্গনওয়ারি কেন্দ্র কীভাবে চলে, তা দেখতে চাইছে বীরভুম জেলা প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Smart Anganwadi Centre : এবার বীরভূমে স্মার্ট অঙ্গনওয়ারি কেন্দ্র! পড়ুয়াদের জন্য থাকবে ইন্টারনেট, টিভি, পরিশুদ্ধ জল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement