Hooghly News: স্বল্প সঞ্চয় প্রকল্পের সচেতনতায় পথনাটিকায় প্রচার  অর্থ দফতরের

Last Updated:

পশ্চিমবঙ্গ সরকার অর্থ দফতরের পক্ষ থেকে স্বল্প সঞ্চয়ের জন্য সচেতনতার বার্তা দিতে চলছে প্রচার অভিযান। ট্যাবলো সহ মাইকে করে প্রচারের পাশাপাশি পথ নাটিকার মাধ্যমে ডাকঘরের স্বল্প সঞ্চযয়ের প্রকল্পের বিভিন্ন স্কিম তারা তুলে ধরছেন।

+
পথনাটিকায়

পথনাটিকায় প্রচার 

আরামবাগ: নিজেদের পরিশ্রমের টাকার সঞ্চয় করতে গিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষ প্রতারণার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে যান। তাই তাদেরকে সচেতন করতে পশ্চিমবঙ্গ সরকার অর্থ দফতরের পক্ষ থেকে স্বল্প সঞ্চয়ের জন্য সচেতনতার বার্তা দিতে চলছে প্রচার অভিযান। ট্যাবলো সহ মাইকে করে প্রচারের পাশাপাশি পথ নাটিকার মাধ্যমে ডাকঘরের স্বল্প সঞ্চযয়ের প্রকল্পের বিভিন্ন স্কিম তারা তুলে ধরছেন। এদিন হুগলির আরামবাগ মহকুমার জনবহুল এলাকায় তারা সচেতনতার প্রচার শুরু করেন। শুধু তাই নয় তারা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কবিতা, গান সহ একাধিক উদ্যোগ নিয়ে সচেতন বার্তার ছড়িয়ে দেন।
এই বিষয়ে উদ্যোক্তারা জানান, বর্তমানে দিনে টাকা সঞ্চয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁদে পড়েছে। আর সেখান থেকেই বহু সাধারণ মানুষের পরিশ্রমের টাকা খোয়া গেছে। তাই পশ্চিমবঙ্গ সরকার অর্থ দফতরের উদ্যোগে সচেতনতার ব্যবস্থা করা হয়। মূলত কারণ ডাকঘরের টাকার এবং বিভিন্ন জায়গার ব্যাংকে টাকা সঞ্চয়ের জন্য বার্তা দেন। কারণ অনেক মানুষ অধিক টাকা পাওয়ার লোভে বিভিন্ন সময় টাকা অন্য জায়গায় লেনদেন করে। তাই নিজেদেরকে সচেতন হয়ে সঞ্চয় করে টাকা রাখা নির্দেশ দেন। অন্যদিকে আরেক ব্যক্তি জানিয়েছেন পথনাটিকার মধ্য দিয়ে সচেতনতা করা হচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সরকারের পক্ষ থেকে বিভিন্ন লিফলেট ব্যবস্থা করা হয়েছে। কিভাবে টাকা আদান-প্রদান করবেন এবং প্রতারণার হাত থেকে বাঁচবেন তার একটা অংশ হিসাবে এই ব্যবস্থা করা হয়েছে।
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: স্বল্প সঞ্চয় প্রকল্পের সচেতনতায় পথনাটিকায় প্রচার  অর্থ দফতরের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement