Crime News: ফোটো স্টুডিও থেকে ফেরার পথে গলায় ছুরির কোপ, সব শেষ! সিঙ্গুরে খুন যুবক...

Last Updated:

মৃতের স্ত্রী সুইটির দাবি, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। ব্যবসায়িক গোলমালের জেরেও খুন হতে পারে বলে অনুমান।

রানা কর্মকার, সিঙ্গুর: সিঙ্গুরের মহম্মদপুরে যুবক খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সোমনাথ মাইতি। বাড়ি দিয়ারা মালিকপাড়ায়।
সূত্রের খবর, বুধবার রাতে নিজের ফোটো স্টুডিও থেকে স্কুটার নিয়ে বাড়ি ফেরার পথে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। গলায় ছুরির কোপ মারে।রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে রাতে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গিয়ে দেখে স্কুটার ও একটি চালের বস্তা পড়ে রয়েছে রাস্তার ধারে। মৃত যুবকের হরিপুর বাজারে ফোটো স্টুডিও রয়েছে। ভিডিও এডিটিং এর কাজও করতেন তিনি। বুধবার রাতে নিজের স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে খুন হয়।
advertisement
কী কারণে তাঁকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।মৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে কারো সঙ্গে শত্রুতা ছিল কিনা।
পুলিশ জানিয়েছে, ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করা হয়েছে। আজ মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।
মৃতের স্ত্রী সুইটির দাবি, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। ব্যবসায়িক গোলমালের জেরেও খুন হতে পারে বলে অনুমান।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: ফোটো স্টুডিও থেকে ফেরার পথে গলায় ছুরির কোপ, সব শেষ! সিঙ্গুরে খুন যুবক...
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement