Shootout: গভীর রাতে বাড়ির গ্রিল কেটে...মালদহে ভয়ঙ্কর শ‍্যুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী

Last Updated:

মালদহে শুট আউট। জমি বিবাদের জেরে যুবককে গুলি করে খুনের চেষ্টা। বাড়িতে ঢুকে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ ব্যক্তি ভর্তি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদহের রশিলাদহ কলোনী এলাকার ঘটনা।

গভীর রাতে বাড়ির গ্রিল কেটে...মালদহে ভয়ঙ্কর শ‍্যুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী
গভীর রাতে বাড়ির গ্রিল কেটে...মালদহে ভয়ঙ্কর শ‍্যুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী
মালদহ: মালদহে শুট আউট। জমি বিবাদের জেরে যুবককে গুলি করে খুনের চেষ্টা। বাড়িতে ঢুকে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ ব্যক্তি ভর্তি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদহের রশিলাদহ কলোনী এলাকার ঘটনা। জায়গা জমি দখল নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে একমুদি দোকানদারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
শুক্রবার গভীর রাতে পুরাতন মালদহ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রশিলাদহ কলোনী এলাকার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। গুলিবিদ্ধ ওই মুদি দোকানদার সুমন সাহা (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত চার মাস আগে এলাকার ৩.৫ বিঘা জায়গা দখল নিয়ে পুরাতন মালদহ থানার ছাতিয়ান মোড় মন্ডলপাড়া এলাকার একদল যুবকের সঙ্গে গন্ডগোল হয় স্থানীয় বাসিন্দাদের।
advertisement
advertisement
সেইসময় জায়গা দখলের প্রতিবাদ করেন স্থানীয় ব্যবসায়ী সুমন সাহা। অভিযোগ এরপর থেকেই তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আক্রান্তের পরিবারের অভিযোগ, গতকাল গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় আকাশ মন্ডল ও বিশাল মন্ডল-সহ মোট চারজন দুষ্কৃতি বাড়ির পেছনের দরজার গ্রিল কেটে বাড়িতে ঢুকে গুলি চালাই। সেই গুলি ওই মুদি দোকানদারের বাম পায়ে লাগে। গুলির আওয়াজ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় এসেছিল।
advertisement
রাতেই আক্রান্ত ওই মুদি দোকানদারকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মালদা থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। জায়গা দখল নিয়ে গন্ডগোল নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তাও তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।
advertisement
এদিকে শ‍্যুট আউটের ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়েছে এলাকায় । অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি করেছেন স্থানীয়রা। হামলাকারী চার যুবকের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। অবিলম্বে দুষ্কৃতীরা গ্রেফতার না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shootout: গভীর রাতে বাড়ির গ্রিল কেটে...মালদহে ভয়ঙ্কর শ‍্যুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement