Sexual Harassment: পড়ানোর নামে বাড়িতে ডেকে ছাত্রীর উপরে যৌন নির্যাতন, নরেন্দ্রপুরে গ্রেফতার শিক্ষক

Last Updated:

অভিযোগ, গত মঙ্গলবার পড়ানোর নাম করে তাকে নিজের বাড়িতে ডাকেন ওই গৃহশিক্ষক। তরপরে মেয়েটিকে একা পেয়ে তাঁর উপরে যৌন নির্যাতন চালান তিনি। ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী।

ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী
দক্ষিণবঙ্গ: পড়ানোর অছিলায় ছাত্রীর উপরে যৌন নির্যাতন শিক্ষকের। নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনায় চতুর্দিকে শোরগোল। ঘটনার পরে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার। তারপরেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই দেবব্রত মাইতি নামে ওই গৃহশিক্ষকের কাছে পড়ত নবম শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, গত মঙ্গলবার পড়ানোর নাম করে তাকে নিজের বাড়িতে ডাকেন ওই গৃহশিক্ষক। তরপরে মেয়েটিকে একা পেয়ে তাঁর উপরে যৌন নির্যাতন চালান তিনি। ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন - Adhuri Kahani: সিঁথিতে দেওয়া হয়নি সিঁদুর, গলায় ওঠেনি মঙ্গলসূত্র, বলিউড সুন্দরী রইলেন প্রেমিকের বিধবা হয়েই
বাড়ি ফিরে সব কথা নিজের মা-কে জানায় নির্যাতিতা। সব কথা জানার পরে মঙ্গলবার রাতেই নির্যাতিতার মা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশও। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
arpan mandal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sexual Harassment: পড়ানোর নামে বাড়িতে ডেকে ছাত্রীর উপরে যৌন নির্যাতন, নরেন্দ্রপুরে গ্রেফতার শিক্ষক
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement