Adhuri Kahani: সিঁথিতে দেওয়া হয়নি সিঁদুর, গলায় ওঠেনি মঙ্গলসূত্র, বলিউড সুন্দরী রইলেন প্রেমিকের বিধবা হয়েই

Last Updated:
Bollywood Love Story: হিন্দি সিনেমায় এমন একজন অভিনেত্রীও রয়েছেন যিনি সারাজীবন প্রেমে থেকে গিয়েছিলেন একজনেরই৷ তাঁদের প্রেমে বাগদান অবধি হলেও বিয়ে হতে পারেনি আর বলিউডের সেই নায়িকা সারাজীবন বিধবার মতো বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন৷
1/7
বলিউডের ডিভা রেখাকে আজও জনসম্মুখে দেখা যায়, তিনি বিবাহিতা না হয়েও  সিঁদুর পরেন। আসলে হিন্দু নারীদের সিঁদুরের প্রতি আকর্ষণ অমোঘ৷ গসিপের আসরে এই প্রশ্নটিও ওঠে  রেখা কার নাম সিঁদুর পরেন। কিন্তু হিন্দি সিনেমায় এমন একজন অভিনেত্রীও রয়েছেন যিনি সারাজীবন প্রেমে থেকে গিয়েছিলেন একজনেরই৷ তাঁদের প্রেমে বাগদান অবধি হলেও বিয়ে হতে পারেনি আর বলিউডের সেই নায়িকা সারাজীবন বিধবার মতো বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তিনি নন্দা  তাই এখনকার হিট গানের ভাষায় হামারি অধুরি কাহানি!
বলিউডের ডিভা রেখাকে আজও জনসম্মুখে দেখা যায়, তিনি বিবাহিতা না হয়েও  সিঁদুর পরেন। আসলে হিন্দু নারীদের সিঁদুরের প্রতি আকর্ষণ অমোঘ৷ গসিপের আসরে এই প্রশ্নটিও ওঠে  রেখা কার নাম সিঁদুর পরেন। কিন্তু হিন্দি সিনেমায় এমন একজন অভিনেত্রীও রয়েছেন যিনি সারাজীবন প্রেমে থেকে গিয়েছিলেন একজনেরই৷ তাঁদের প্রেমে বাগদান অবধি হলেও বিয়ে হতে পারেনি আর বলিউডের সেই নায়িকা সারাজীবন বিধবার মতো বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তিনি নন্দা  তাই এখনকার হিট গানের ভাষায় হামারি অধুরি কাহানি!
advertisement
2/7
নন্দা ছিলেন বিনায়ক দামোদর কর্ণাটকির কন্যা, ছোটবেলা তিনি নিজে মাস্টার বিনায়ক নামে বিখ্যাত ছিলেন। বাবার ছবিতে কাজ করার জন্য মাত্র ৫ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখেন নন্দা । খুব ছোট বয়সেই নন্দার  জীবনে দুঃখের পাহাড় নেমে আসে, বাবা মাস্টার বিনায়ক মারা যান৷
নন্দা ছিলেন বিনায়ক দামোদর কর্ণাটকির কন্যা, ছোটবেলা তিনি নিজে মাস্টার বিনায়ক নামে বিখ্যাত ছিলেন। বাবার ছবিতে কাজ করার জন্য মাত্র ৫ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখেন নন্দা । খুব ছোট বয়সেই নন্দার  জীবনে দুঃখের পাহাড় নেমে আসে, বাবা মাস্টার বিনায়ক মারা যান৷
advertisement
3/7
বেবি নন্দা শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করতে বাধ্য হন৷  তিনিও খুব জনপ্রিয় ছিলেন৷। বলিউডের সুন্দরী  নায়িকা হওয়ার পর রাজেশ খান্না, শশী কাপুর, মনোজ কুমার, মেহমুদের মতো তাবড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। বলিউড গসিপ অনুযায়ী কোনও এক বলিউড নায়িকা শশী কাপুরের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন, তখন নন্দা বলেছিলেন যে তিনি শশী কাপুরের সঙ্গে কাজ করবেন এবং তাদের জুটিও সুপারহিট ছিল৷
বেবি নন্দা শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করতে বাধ্য হন৷  তিনিও খুব জনপ্রিয় ছিলেন৷। বলিউডের সুন্দরী  নায়িকা হওয়ার পর রাজেশ খান্না, শশী কাপুর, মনোজ কুমার, মেহমুদের মতো তাবড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। বলিউড গসিপ অনুযায়ী কোনও এক বলিউড নায়িকা শশী কাপুরের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন, তখন নন্দা বলেছিলেন যে তিনি শশী কাপুরের সঙ্গে কাজ করবেন এবং তাদের জুটিও সুপারহিট ছিল৷
advertisement
4/7
এই সাফল্যের গল্পের মধ্যে একজন মানুষ ছিলেন যিনি নন্দাকে খুব ভালোবাসতেন।তিনি বলিউডের ফেমাস পরিচালক ছিলেন মনমোহন দেশাই। বলিউডের গসিপে কান পাতলে শোনা যায় মনমোহন দেশাই নন্দাকে মন থেকে ভালোবাসতেন। তবে তাদের মনের কথা বলতে পারেননি।
এই সাফল্যের গল্পের মধ্যে একজন মানুষ ছিলেন যিনি নন্দাকে খুব ভালোবাসতেন।তিনি বলিউডের ফেমাস পরিচালক ছিলেন মনমোহন দেশাই। বলিউডের গসিপে কান পাতলে শোনা যায় মনমোহন দেশাই নন্দাকে মন থেকে ভালোবাসতেন। তবে তাদের মনের কথা বলতে পারেননি।
advertisement
5/7
এমনও গল্প আছে যে মনমোহন দেশাই জীবনপ্রভাকে বিয়ে করেছিলেন কারণ তিনি দেখতে নন্দার মতো ছিলেন। কিন্তু কয়েক বছর পর জীবন প্রভা চলে গেলেন। এমন পরিস্থিতিতে মনমোহন দেশাই এবং নন্দা আবার কাছাকাছি আসেন এবং ১৯৯২ সালে, ৫২ বছর বয়সে, নন্দা মনমোহন দেশাইয়ের বাগদান হয়।
এমনও গল্প আছে যে মনমোহন দেশাই জীবনপ্রভাকে বিয়ে করেছিলেন কারণ তিনি দেখতে নন্দার মতো ছিলেন। কিন্তু কয়েক বছর পর জীবন প্রভা চলে গেলেন। এমন পরিস্থিতিতে মনমোহন দেশাই এবং নন্দা আবার কাছাকাছি আসেন এবং ১৯৯২ সালে, ৫২ বছর বয়সে, নন্দা মনমোহন দেশাইয়ের বাগদান হয়।
advertisement
6/7
কিন্তু বোধহয় ভাগ্য এই জুটিকে এক হতে দেয়নি। বাগদানের ২ বছর পরেই নিজের বাড়ির বারান্দা থেকে পড়ে মনমোহন দেশাই মারা যান এবং নন্দা ফের একা হয়ে যান।
কিন্তু বোধহয় ভাগ্য এই জুটিকে এক হতে দেয়নি। বাগদানের ২ বছর পরেই নিজের বাড়ির বারান্দা থেকে পড়ে মনমোহন দেশাই মারা যান এবং নন্দা ফের একা হয়ে যান।
advertisement
7/7
আগেই বলিউডের অভিনেত্রী নন্দা খুব কমই জনসমক্ষে আসতেন, কিন্তু এই ঘটনার পর সে নিজেকে আরও বন্দী করে ফেলে। এই ঘটনার পর, যখনই তিনি বাইরে হাজির হন, তাঁকে সবসময় সাদা শাড়িতে দেখা যায়। সিঁদুর পরা হয়নি, গলায় ওঠেনি মঙ্গলসূত্র তবুও চিরজীবন তিনি মনমোহন দেশাইয়ের বিধবা হয়েই জীবন কাটান৷
আগেই বলিউডের অভিনেত্রী নন্দা খুব কমই জনসমক্ষে আসতেন, কিন্তু এই ঘটনার পর সে নিজেকে আরও বন্দী করে ফেলে। এই ঘটনার পর, যখনই তিনি বাইরে হাজির হন, তাঁকে সবসময় সাদা শাড়িতে দেখা যায়। সিঁদুর পরা হয়নি, গলায় ওঠেনি মঙ্গলসূত্র তবুও চিরজীবন তিনি মনমোহন দেশাইয়ের বিধবা হয়েই জীবন কাটান৷
advertisement
advertisement
advertisement