Toto: নিষেধাজ্ঞা সত্ত্বেও ঝুঁকি নিয়ে জাতীয় সড়কের টোটোর যাতায়াত, দুর্ঘটনায় আহত সাত
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Bardhaman- মহালয়ার সকালে বর্ধমানের রথতলার কাছে ১৯ নং জাতীয় সড়কে একটি টোটোর পিছনে ধাক্কা মারে চারচাকা গাড়ির।তাতেই দুমড়ে মুচড়ে যায় টোটো।ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায় ।
বর্ধমান, সায়নী সরকার: নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতীয় সড়কে বারবার টোটোর যাতায়াত, দুর্ঘটনায় আহত হলেন সাতজন।
মহালয়ার সকালে বর্ধমানের রথতলার কাছে ১৯ নং জাতীয় সড়কে একটি টোটোর পিছনে ধাক্কা মারে চারচাকা গাড়ির।তাতেই দুমড়ে মুচড়ে যায় টোটো।ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায় ।
পুলিশ সূত্রে জানা গেছে,১৯ নং জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিক থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল টোটোটি। বর্ধমানের রথতলার কাছে পিছন থেকে ছোটো হাতি গাড়ি ধাক্কা মারলে টোটোর চালক সহ ৭ জন আহত হয়।ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে যায়। আহতদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে আরও জানা গেছে,আহতরা সবাই আউসগ্রাম থানা এলাকার বাসিন্দা। রাইসমিলে কাজের জন্য সকালে তাঁরা জাতীয় সড়ক ধরে টোটোতে চেপে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
সুরেন মুর্ম জানান, প্রতিদিনের মত দুটি টোটো করে আলমগঞ্জ এলাকায় একটি রাইস মিলে কাজের জন্য আসছিলেন সকলে। পিছনে থাকার টোটোটিকে রথ তলায় এলাকায় পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে আমরাও হাসপাতালে আসি।
advertisement
অনুপম ঘোষ জানান, প্রত্যেকের খেটে খাওয়া মানুষ প্রতিদিনের মত আজকেও কাজে আসছিল। হঠাৎ এ পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় এখন চিকিৎসা চলছে।
আরও পড়ুন- থাকবে সরকারি রেট চার্ট, দিতে হবে ন্যূনতম বেতন! গৃহ পরিচারকদের জন্য আইন আনছে কোন রাজ্য?
জাতীয় সড়কে টোটো ওঠার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ টোটো করে যান জাতীয় সড়ক ধরে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিষেধাজ্ঞ থাকা সত্ত্বেও কিভাবে জাতীয় সড়কে উঠছে টোটো তা নিয়ে উঠছে প্রশ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 3:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto: নিষেধাজ্ঞা সত্ত্বেও ঝুঁকি নিয়ে জাতীয় সড়কের টোটোর যাতায়াত, দুর্ঘটনায় আহত সাত