'জনবিস্ফোরণ' ঠেকাতেই হবে! এগিয়ে এলেন ২০০ জন মহিলা! যা হল বীরভূমে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
দিন দিন বেড়ে চলেছে দেশের জনসংখ্যা, এটাই এখন দেশবাসীর কাছে এক বড় মাথাব্যথার কারণ। কীভাবে মুক্তি মিলবে এই সমস্যা থেকে?
দিন দিন বেড়ে চলেছে দেশের জনসংখ্যা, এটাই এখন দেশবাসীর কাছে এক বড় মাথাব্যথার কারণ। কীভাবে মুক্তি মিলবে এই সমস্যা থেকে? সে প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। এই জ্বলন্ত সমস্যা থেকে বাঁচার উপায় পরিবার পরিকল্পনা। সেই নিয়েই এবার এগিয়ে এলেন ২০০ জন মহিলা। বীরভূমের চোরমুড়া ঝোড়ামাঠ ও শালবুনি গ্রামে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
অনুষ্ঠানে একটি বেসরকারি ওষুধ সংস্থার বিশেষজ্ঞরা বিস্তারিতভাবে আলোচনা করেন পরিবার পরিকল্পনার প্রয়োজনিয়তা, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল (OCP)-এর সঠিক ব্যবহার এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা নিয়ে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বলেন, সচেতনতার অভাবই অনেক ক্ষেত্রে মাতৃস্বাস্থ্যের জটিলতার কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
advertisement
গ্রামীণ মহিলাদের তরফে জয়া বাগ্দী জানান, এই ধরনের সচেতনতা শিবির থেকে তারা এমন অনেক তথ্য পেয়েছেন যা আগে জানতেন না। তাদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে পরিবার পরিকল্পনায় সাহায্য করবে। পরিবার পরিকল্পনা নিয়ে তাঁরা আরও সচেতন হবেন। গোটা অনুষ্ঠানটি পরিচালিত করতে এগিয়ে এসেছে সাহারাই গ্রুপ ও স্থানীয় বৃদ্ধাশ্রমের কর্ণধার ছাবিলা খাতুন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)