Domestic Help Rate Chart: ঘর মোছা, বাসন মাজার জন্য সরকারি রেট চার্ট, দিতে হবে ন্যূনতম বেতন! গৃহ পরিচারকদের জন্য আইন আনছে কোন রাজ্য?

Last Updated:

নতুন এই আইনে পরিচারক-পরিচারিকারা কত ঘণ্টা কাজ করছেন এবং ঘরের কী কী কাজ করছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ন্যূনতম পারিশ্রমিক ঠিক করে দেবে রাজ্য সরকার৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বাড়ির ঘর মোছা, ঝাঁট দেওয়া, জামাকাপড় কাচাকাচি করার জন্য পরিচারক বা পরিচারিকাদের পারিশ্রমিক কত হবে, তার জন্য থাকবে সরকারি রেট কার্ড! এমনই পরিকল্পনা করেছে কর্ণাটক সরকার৷ পরিচারক বা পরিচারিকারা ন্যায্য পারিশ্রমিক বা বেতন পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে সরকারি নজরদারিও চলবে৷
গৃহ পরিচারকদের সামাজিক নিরাপত্তা এবং উন্নতির লক্ষ্যে কর্ণাটক সরকার যে বিল আনতে চলেছে, এই রেট চার্ট তারই অংশ৷ এই নতুন বিলের লক্ষ্য গৃহ পরিচারকরা যাতে সামাজিক নিরাপত্তা, ন্যূনতম বেতন এবং সামাজিক উন্নয়নের সুবিধা পান, তা নিশ্চিত করা৷ মূলত রাজ্যের শহরাঞ্চলগুলির জন্যই এই আইন আনা হচ্ছে৷ এই আইন অনুমোদন পেলে ৫ শতাংশ সামাজিক উন্নয়ন ফি-ও কার্যকর করা হবে৷
advertisement
অন্যান্য অধিকাংশ রাজ্যের মতোই কর্ণাটকেও গৃহ পরিচারক বা পরিচারিকাদের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক নেই৷ কোন এলাকায় তাঁরা কাজ করছেন, তার উপরে নির্ভর করেই পারিশ্রমিক নির্ধারিত হয়৷ সরকারি আধিকারিকদের অভিযোগ, বহু ক্ষেত্রেই প্রাপ্য পারিশ্রমিকের থেকে অনেক কম টাকা পারিশ্রমিক পান পরিচারক-পরিচারিকারা৷
advertisement
নতুন এই আইনে পরিচারক-পরিচারিকারা কত ঘণ্টা কাজ করছেন এবং ঘরের কী কী কাজ করছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ন্যূনতম পারিশ্রমিক ঠিক করে দেবে রাজ্য সরকার৷ যেমন ঘর মোছার জন্য, বাসন মাজা, কাচাকাচির জন্য কত টাকা ন্যূনতম পারিশ্রমিক হবে, তা সরকারি রেট চার্টেই উল্লেখ করা থাকবে৷ আগামী দু সপ্তাহের মধ্যেই এই বিল কর্ণাটক মন্ত্রিসভায় পেশ করা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Domestic Help Rate Chart: ঘর মোছা, বাসন মাজার জন্য সরকারি রেট চার্ট, দিতে হবে ন্যূনতম বেতন! গৃহ পরিচারকদের জন্য আইন আনছে কোন রাজ্য?
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement