দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক! জঙ্গলমহলে বাড়তি নজরদারি, গুরুত্বপূর্ণ স্টেশনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর এনে চেকিং
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Delhi Red Fort Blast: দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক দেশজুড়ে। ঘটনায় ৯ জনের প্রাণ গিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের সুরক্ষা এবং দেশের নিরাপত্তার স্বার্থে চলছে তল্লাশি অভিযান। স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি।
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যায় রাজধানী শহর দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। ৯ জনের মৃত্যুর তথ্য সামনে এসেছে। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। এরপর থেকেই শুধু রাজধানী দিল্লি নয়, মুম্বই-কেরল-হায়দরাবাদে হাই এলার্ট জারি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, রেলস্টেশন এবং এয়ারপোর্টগুলিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জঙ্গলমহলেও তল্লাশি শুরু করেছে পুলিশ। রেলশহর খড়গপুরের স্টেশন, এবং জঙ্গলমহল মেদিনীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেদিনীপুর স্টেশনে একাধিক গাড়িতে তল্লাশি চালাচ্ছে রেলপুলিশ। খড়গপুর স্টেশনে স্নিফার ডগ এনে চলছে তল্লাশি অভিযান। শুধু তাই নয়, মেদিনীপুর স্টেশনে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করেছে পুলিশ।
ভর সন্ধ্যায় দিল্লিতে এমন এক মর্মান্তিক ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। পরপর একাধিক গাড়িতে আগুন, একসঙ্গে এতজনের মৃত্যুর ঘটনায় দেশের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুনঃ দিল্লিতে বিস্ফোরণের পর অসম সীমানায় কড়া চেকিং, নাশকতার ছক এড়াতে প্রস্তুত আলিপুরদুয়ার পুলিশ! প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি
রেলশহর হিসেবে পরিচিত খড়গপুর। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত এই খড়গপুর স্টেশন দিয়ে। একাধিক দূরপাল্লার ট্রেনের যাতায়াতের অন্যতম পথ এই খড়গপুর এবার সেই খড়গপুর স্টেশনেও একইভাবে স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান চালায় রেলের উচ্চপদস্থ আধিকারিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশেরা। স্টেশনে একাধিক প্লাটফর্মে এই তল্লাশি অভিযান চলে। রাত পর্যন্ত চলে এই অভিযান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফুটবল খেলে ফেরার পথে দুর্ঘটনা! ওভারটেক করতে গিয়ে উলটো দিক থেকে আসা লরিতে সজোরে ধাক্কা বোলেরোর, আহত ৪ খেলোয়াড়
একইভাবে জেলার সদর শহরে অবস্থিত মেদিনীপুর রেলস্টেশনে তল্লাশি অভিযানে নামে রেলপুলিশ। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়িতে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চালানো হয়। দিল্লির পাশাপাশি জঙ্গলমহলেও নাশকতার কোনও ছক রয়েছে কিনা বা অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে টানা তল্লাশি রেলপুলিশের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুপ্রিম নির্দেশিকার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাত্রীদের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি অভিযান। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলি যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের আগের দিন তল্লাশি অভিযান চালায় রেলপুলিশ। তবে এদিন দিল্লির ঘটনার পর দিকে দিকে চলছে অভিযান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 11, 2025 2:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক! জঙ্গলমহলে বাড়তি নজরদারি, গুরুত্বপূর্ণ স্টেশনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর এনে চেকিং
