Sealdah Station: হঠাৎ বিকট আওয়াজ, অল্পের জন্য রক্ষা পেল আপ বজবজ শিয়ালদহ মালবাহী ট্রেন!

Last Updated:

Sealdah Station: মালবাহী গাড়ির ড্রাইভার এবং গার্ড তারা কন্ট্রোল রুমে জানিয়ে দেয়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
সমীর মণ্ডল, বজবজ: অল্পের জন্য রক্ষা পেল আপ বজবজ শিয়ালদ মালবাহী ট্রেন। বৃহস্পতিবার রাত ৮. ৩০ নাগাদ আকড়া স্টেশননুঙ্গি স্টেশনের মাঝে ১১ নম্বর রেল ক্রসিংয়ের কাছে নিশ্চিন্তপুরে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি মালবাহী ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইন ধারে রাতে একটি অনুষ্ঠান চলছিল। প্রচুর লোকের সমাগম ছিল, সেই সময় কয়েকজন রেল লাইনের উপরে পাথর দিয়ে রেখেছিল
advertisement
যখন মালবাহী ট্রেন পা করছিল, হঠাবিকট একটি আওয়াজ হয় এবং সঙ্গে ঙ্গে মালবাহী গাড়ি থেমে যায়নুঙ্গি স্টেশন মাস্টার সুদর্শন বাবু, জানিয়েছেন মালবাহী রেলগাড়িটি যখন যাচ্ছিল, তখন তারা ১১ নম্বর রেল ক্রসিং এর কাছে একটা অস্বাভাবিক অনুভূতি বুঝতে পারে।
advertisement
advertisement
সঙ্গে সঙ্গেই মালবাহী গাড়ি থামিয়ে দেওয়া হয় মালবাহী গাড়ি ড্রাইভার এবং গার্ড তারা কন্ট্রোল রুমে জানিয়ে দেয়, দ্রুত পি ব্লিউ-র লোকেরা ঘটনাস্থলে গিয়ে লাইন চেক করে জানতে পারে, বেশ কিছু পাথর ট্রাক লাইনের উপরে রেখে দেওয়ার কারণেই এই বিপত্তি। এই ঘটনায় যাত্রীবাহী ট্রেনও প্রায় ২০ মিনিট আটকে পড়ে
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sealdah Station: হঠাৎ বিকট আওয়াজ, অল্পের জন্য রক্ষা পেল আপ বজবজ শিয়ালদহ মালবাহী ট্রেন!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement