Sealdah Station: হঠাৎ বিকট আওয়াজ, অল্পের জন্য রক্ষা পেল আপ বজবজ শিয়ালদহ মালবাহী ট্রেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sealdah Station: মালবাহী গাড়ির ড্রাইভার এবং গার্ড তারা কন্ট্রোল রুমে জানিয়ে দেয়।
সমীর মণ্ডল, বজবজ: অল্পের জন্য রক্ষা পেল আপ বজবজ শিয়ালদহ মালবাহী ট্রেন। বৃহস্পতিবার রাত ৮. ৩০ নাগাদ আকড়া স্টেশন ও নুঙ্গি স্টেশনের মাঝে ১১ নম্বর রেল ক্রসিংয়ের কাছে নিশ্চিন্তপুরে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি মালবাহী ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইন ধারে রাতে একটি অনুষ্ঠান চলছিল। প্রচুর লোকের সমাগম ছিল, সেই সময় কয়েকজন রেল লাইনের উপরে পাথর দিয়ে রেখেছিল।
advertisement
যখন মালবাহী ট্রেন পাস করছিল, হঠাৎ বিকট একটি আওয়াজ হয় এবং সঙ্গে সঙ্গে মালবাহী গাড়ি থেমে যায়। নুঙ্গির স্টেশন মাস্টার সুদর্শন বাবু, জানিয়েছেন মালবাহী রেলগাড়িটি যখন যাচ্ছিল, তখন তারা ১১ নম্বর রেল ক্রসিং এর কাছে একটা অস্বাভাবিক অনুভূতি বুঝতে পারে।
advertisement
advertisement
সঙ্গে সঙ্গেই মালবাহী গাড়ি থামিয়ে দেওয়া হয়। মালবাহী গাড়ির ড্রাইভার এবং গার্ড তারা কন্ট্রোল রুমে জানিয়ে দেয়, দ্রুত পি ডব্লিউ-র লোকেরা ঘটনাস্থলে গিয়ে লাইন চেক করে জানতে পারে, বেশ কিছু পাথর ট্রাক লাইনের উপরে রেখে দেওয়ার কারণেই এই বিপত্তি। এই ঘটনায় যাত্রীবাহী ট্রেনও প্রায় ২০ মিনিট আটকে পড়ে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2025 12:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sealdah Station: হঠাৎ বিকট আওয়াজ, অল্পের জন্য রক্ষা পেল আপ বজবজ শিয়ালদহ মালবাহী ট্রেন!

