SSC: শিক্ষক সঙ্কটে বন্ধ হয়ে যেতে পারে বিজ্ঞান বিভাগ! মুর্শিদাবাদের স্কুলে চিন্তায় পড়ুয়ারাও

Last Updated:

শিক্ষক সঙ্কটে এবার মুর্শিদাবাদের এক স্কুল। একসঙ্গে কোনও স্কুলে ৩৬জন কোথাও বা ১৬জন শিক্ষকের চাকরি চলে যেতেই বিজ্ঞান বিভাগ বন্ধ হতে বসেছে।

+
ভাসাইপাইকড়

ভাসাইপাইকড় হাইস্কুল

মুর্শিদাবাদ: শিক্ষক সঙ্কটে এবার মুর্শিদাবাদের এক স্কুল। একসঙ্গে কোনও স্কুলে ৩৬জন কোথাও বা ১৬জন শিক্ষকের চাকরি চলে যেতেই বিজ্ঞান বিভাগ বন্ধ হতে বসেছে। কান্নায় ভেঙে পড়েছেন স্কুলের ছাত্রছাত্রীরাও। কীভাবে আগামী দিনে পঠন-পাঠন চালাবেন বুঝে উঠতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ।
সুপ্রিম কোর্টের রায়ের পর, কোনও স্কুলে চাকরি গেছে ৫০ শতাংশের বেশি শিক্ষকের। কোনও স্কুলে চাকরি গিয়েছে এক তৃতীয়াংশের বেশি শিক্ষকের। বাদ যাননি শিক্ষাকর্মীরাও। আর এই পরিস্থিতিতে যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, স্কুলে পড়াবেন কারা। মুর্শিদাবাদের ভাসাই পাইকড় হাইস্কুল।
advertisement
advertisement
সেখানে চাকরি হারিয়েছেন ১৬ জন শিক্ষক। ভাসাইপাইকড় হাইস্কুলে সাড়ে আট হাজার ছাত্রছাত্রী। শিক্ষক সংখ্যা ছিল ৪০। তার মধ্যে আদালতের রায়ে চাকরি গিয়েছে ১৬ জনের। ২৪ জন শিক্ষকের পক্ষে সবকটি ক্লাস নেওয়া, পরীক্ষার ব্যবস্থা করা, কোনও কিছুই চালানো যাবে না, জানাচ্ছেন প্রধান শিক্ষক। সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের রায়ের পর  ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোনও শিক্ষকই আর রইল না স্কুলে। ফলে বিজ্ঞান বিভাগ উঠে যাওয়ার মুখে।
advertisement
স্কুলের  প্রধান শিক্ষক মহম্মদ তাসিকুল ইসলাম জানালেন, স্কুল চালানোর মতো পরিকাঠামোই আর নেই, পরীক্ষা চালানোও মুশকিল। অন্যদিকে সুপ্রিম রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হওয়ায় মুর্শিদাবাদের আরও অনেক স্কুল সমস্যায় পড়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সুতির ছাবঘাটী কে ডি বিদ্যালয়ও।
advertisement
এক ধাক্কায় এই স্কুলে ২৪ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। চাকরি গিয়েছে এক শিক্ষাকর্মীরও। স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৬৫। এর মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে গোটা প্যানেল বাতিল হওয়ায় এই স্কুলে চাকরি হারিয়েছেন ২৫ জন, এর মধ্যে ২৪ জন শিক্ষক শিক্ষিকা ও একজন শিক্ষাকর্মী। ফলে বর্তমানে এই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা একধাক্কায় কমে গেছে অনেকটাই।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC: শিক্ষক সঙ্কটে বন্ধ হয়ে যেতে পারে বিজ্ঞান বিভাগ! মুর্শিদাবাদের স্কুলে চিন্তায় পড়ুয়ারাও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement